Bankura: তালা ভেঙে লোপাট টাকা-গয়না! রানিবাঁধে চুরি শিক্ষকের ঘরে
Bankura News: দরজা ভেঙে গোটা ঘর সাফ করে দিয়ে গিয়েছে চোরের দল। ঘটনাস্থল বাঁকুড়ার রানিবাঁধ।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রতিদিনই কাজে বেরনোর সময় বাড়িতে তালা ঝুলিয়ে চলে যেতেন তাঁরা। বৃহস্পতিবারও একই কাজ করেছিলেন। ওই দিন সকালে বাড়িতে তালা ঝুলিয়ে কাজে বেরিয়েছিলেন দম্পতি। কিন্তু ফিরে এসেই চোখ কপালে উঠল তাঁদের। দরজা ভেঙে গোটা ঘর সাফ করে দিয়ে গিয়েছে চোরের দল। ঘটনাস্থল বাঁকুড়ার (Bankura) রানিবাঁধ। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। কোনও ছোটখাটো চুরির (Burglary at home) ঘটনা নয়, একেবারে দিনে দুপুরে ডাকাতির অভিযোগ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার রানিবাঁধে।
বাঁকুড়ার রানিবাঁধের আশ্রম পাড়ায় দিনে দুপুরে চুরি। ওই এলাকার বাসিন্দা এক শিক্ষক দম্পতির বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটল। আশ্রমপাড়ায় বাড়ি করেছিলেন রানিবাঁধের নতুনডিহি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকুমার হেমব্রম ও রানিবাঁধ হাই স্কুলের শিক্ষিকা বীনা হেমব্রম দম্পতি। প্রতিদিনের মতোই সকাল দশটা নাগাদ বাড়িতে তালা লাগিয়ে যে যার স্কুলে গিয়েছিলেন ওই দম্পতি। সুকুমারবাবু জানান, বিকেল চারটা ১৫ মিনিট নাগাদ বাড়িতে ফিরে এসে দেখেন, বাড়ির বাউন্ডারির ভিতরের মধ্যে ঘরে ঢোকার যে দরজা রয়েছে সেই দরজার তালা খোলার পরেও দরজা খুলছে না। তিনি ভেবেছিলেন, তার আগে হয়তো তাঁর স্ত্রী এসেছেন, তাই তিনি অনেক ডাকাডাকি করছিলেন। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় পিছনের দরজা দিয়ে ভিতরে ঢোকেন। আর ঢুকেই দেখতে পান বাড়িতে ঢোকার সদর দরজা পুরোটাই খোলা। তখনও তাঁর মনে হয় স্ত্রী নিশ্চয় বাড়িতে এসেছেন, তবুও দরজা কেন খোলা রয়েছে, তা নিয়ে প্রশ্ন জাগে তাঁর মনে। তিনি আবার ডাকাডাকি করেন কিন্তু কোনও সাড়াশব্দ পাননি। তিনি বাধ্য হয়ে ভিতরে ঢোকেন। তখন দেখেন শোওয়ার ঘরের আলমারি খোলা, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি বলেন, 'যেন মনে হচ্ছে কেউ বাড়ির সব কিছু তছনছ করে গিয়েছে।' তিনি জানাচ্ছেন, শোওয়ার ঘরের আলমারির ভিতরে রাখা সারা জীবনের জমানো সম্পত্তি কিচ্ছু ছিল না। সমস্ত কিছু লুট করে নিয়ে গিয়েছে ডাকাতদল, এমনই অভিযোগ ওই দম্পতির। শিক্ষিকা বীনা হেম্ব্রম জানান, 'সারা জীবনের তিল তিল করে গড়া প্রায় কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না খোয়া গিয়েছে।' শিক্ষক দম্পতির দাবি পুলিশে খবর দেওয়ার পর পুলিশ এসেছিল। থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তাঁরা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: 'এই রায় আশা করিনি...সুপ্রিম কোর্টে যাব', কান্নায় ভেঙে পড়লেন টুম্পা