Bankura News : বাঁকুড়ায় পটশিল্পীদের দুর্দিনে পাশে জেলা পুলিশ, নতুন উদ্যোগ পটের সাথী
পটে আদি সাঁওতাল উপজাতির জন্ম বৃত্তান্ত, আদিবাসী দেব দেবীর কাহিনি, কৃষ্ণলীলা, কৃষ্ণের জন্ম কাহিনী, মনসামঙ্গল, কর্ণ কাহিনি সহ বিভিন্ন ধরনের পৌরাণিক, দেবদেবীর গল্প, মঙ্গলকাব্যের কাহিনি আঁকা হয়
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাংলার জেলায় জেলায় ছড়িয়ে নানা প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প। সেই সব অসাধারণ সৃষ্টি বিশ্ববন্দিত হলেও, অর্থাভাবে, চাহিদার অভাবে, হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তেমনই বাংলার পটচিত্র শিল্প ৷ অতিমারী কেড়ে নিয়েছে পটশিল্পীদের অনেকেরই রুজি রোজগার ৷ মাথায় হাত পড়েছে ভরতপুর সহ পটশিল্প নির্ভর এলাকার মানুষগুলোর। বাঁকুড়ার পটশিল্পের জনপ্রিয়তা রাজ্যের পরিধি ছাড়িয়ে সারা দেশেও। পটচিত্রের উপর রাধাকৃষ্ণলীলা থেকে মনসামঙ্গলের কাহিনি তুলে ধরেন শিল্পীরা। এই শিল্পের এখন দুর্দিন। তাই তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। পটের সাথী প্রকল্পের মাধ্যমে প্রাচীন পটশিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।
পট শিল্পীদের এমনই এক গ্রাম ছাতনা থানার ভরতপুর । বংশ পরম্পরায় পট এঁকে চলেছেন এই গ্রামের পটুয়া সম্প্রদায়ের মানুষ। পটই তাঁদের জীবন জীবিকার সন্ধান দেয়। তবে কোনও কৃত্রিম রং এর ব্যবহার নেই প্রাচীন এই পটে। বিভিন্ন রং এর পাথর, গাছের ছাল, মাটি থেকে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় রং। তা দিয়েই আঁকা হয় পটচিত্র।
এই পটে আদি সাঁওতাল উপজাতির জন্ম বৃত্তান্ত, আদিবাসী দেব দেবীর কাহিনি, কৃষ্ণলীলা, কৃষ্ণের জন্ম কাহিনী, মনসামঙ্গল, কর্ণ কাহিনি সহ বিভিন্ন ধরনের পৌরাণিক, দেবদেবীর গল্প, মঙ্গলকাব্যের কাহিনি আঁকা হয় বিশেষ এক ধরনের কাগজের উুপর। সেই পট নিয়ে গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষাবৃত্তি করেন পটুয়ার সম্প্রদায়ের চিত্রকরেরা। ভিক্ষার চাল, ডাল, আলু বিভিন্ন শাকসবজি খেয়ে দিনযাপন হয় তাঁদের। কিন্তু অতিমারীকালের পর থেকে সেই ভিক্ষাবৃত্তির যা আয়, তার দিয়ে দু'মুঠো খাবার জোগাড় হয় না। তাই পটুয়াদের ছেলেপুলেরা আজ আর পট আঁকতে চায় না।
আরও পড়ুন :
' বুকে ব্যথা প্রচণ্ড ' , কী অবস্থা অনুব্রত মণ্ডলের
দুবেলা দুমুঠো খাবারের জোগান দিতে পারে না প্রাচীন এই পট। সম্বল বলতে রাজ্য সরকারের দেওয়া শিল্পী ভাতার হাজার টাকা। তাই দিয়ে সংসার চলে না। দুঃখের কথা এবিপি আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন শিল্পীরা। নিজেদের তো জমিজমা নেই, ভরসা সেই অন্যের জমিতে শ্রমিকের কাজ। মাঠে ধান তোলার কাজ করেন কেউ কেউ। আবার কেউ পটবৃত্তি ছেড়ে দিয়ে অন্য পেশায় হাত পাকিয়েছেন। তবুও পূর্বপুরুষের সৃষ্ট পট শিল্পকর্ম ছাড়তে মন চায় না কারও কারও।
এদের দুর্দশা কাটাতে পটের সাথী প্রকল্পের উদ্যোগ জেলা পুলিশের । পটুয়া চিত্রকর মানুষগুলোর এখন আবদার, যেমন পট প্রদর্শনীর ব্যবস্থা করেছে পুলিশ, তেমনই যদি পটের বিক্রির ব্যবস্থা করে পটুয়াদের সাহায্য করা হয়, তাহলে আবার নতুন উদ্যমে পট আঁকবেন তারা।
গ্রামে গিয়ে পটুয়াদের কাছ থেকে পট কেনা হয়ে ওঠে না। কিন্তু যদি পুলিশ প্রশাসন পটের সাথী প্রকল্পে এগুলি বিক্রীর ব্যবস্থা করেন, তাহলে বাড়বে শিল্পীর কদর, বাঁচবে শিল্প । মনটাই দাবি পটের সাথী প্রদর্শনী দেখতে আসা সাধারণ মানুষজনের । পটুয়া শিল্প সামগ্রী প্রদর্শনীর মাধ্যমে অর্থনৈতিকভাবে সাফল্য আসবে।