Anubrata Mondal Health Update : ' বুকে ব্যথা প্রচণ্ড ' , কী অবস্থা অনুব্রত মণ্ডলের
Anubrata Mondal Health Update : আইনজীবী দাবি করেন, শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই ফের চিকিত্সকদের পরামর্শ নেওয়া হচ্ছে।
কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআইয়ের নোটিস পেয়ে হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। শনিবারের থেকেও বেশি অসুস্থ রয়েছেন তিনি, জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আইনজীবী। রবিবার সিজিও কমপ্লেক্সে পাঠানো হয় ইমেল। অনুব্রতর গরহাজিরা নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা। শনিবার গরুপাচার মামলায় ষষ্ঠবার তলব পেয়েও, নিজাম প্যালেসে হাজিরা দেননি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। আর রবিবার, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও, CGO কমপ্লেক্সে গেলেন না তিনি।
কেমন আছেন অনুব্রত
সোমবারও তাঁর আইনজীবীর দাবি, শারীরিক অসুস্থতার কারণেই CBI দফতরে যেতে পারছেন না অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার সেখানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ। পরে আইনজীবী দাবি করেন, শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই ফের চিকিত্সকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সেইসঙ্গেই আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি। তিনি জানান, ' বুকে ব্যথা প্রচণ্ড, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে, সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব '
আরও পড়ুন :
' অনুব্রত জেলেই নিরাপদে থাকবেন, না হলে খুনও করা হতে পারেন'
প্রেক্ষাপট
১৬ দিন চিকিৎসাধীন থাকার পর, শুক্রবার রাতে SSKM থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। হাসপাতাল-মুক্তির ১২ ঘণ্টা কাটতে না কাটতেই, CBI’এর জোড়া তলব পান তৃণমূল নেতা। শনিবার বিকেল থেকেই টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।
বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের পর অনুব্রত মণ্ডল সম্পর্কে এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh ) মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দাবি, জেলে থাকলে অনুব্রত মণ্ডল নিরাপদে থাকবেন। না হলে তাঁকে খুনও করা হতে পারে। দিলীপের দাবি, অনুব্রত অনেক কিছু জানেন। সেই তথ্যপ্রমাণ লোপাটের জন্য তাঁকে খুন করা হতে পারে বলে তাঁর দাবি।