(Source: Poll of Polls)
Bankura Murder Case: পিটিয়ে খুনে তৃণমূল নেতা সহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড বাঁকুড়ায়
Bankura News: বাঁকুড়ার জয়পুর থানা এলাকায় ঘটা খুনের ঘটনায় মঙ্গলবার তৃণমূলের অঞ্চল সভাপতি বাবর আলি কোটাল সহ সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। বুধবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল।
তুহিন অধিকারী, বিষ্ণুপুর: ইন্দিরা আবাস যোজনার টাকা নিয়ে গণ্ডগোলের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় মঙ্গলবার তৃণমূল নেতা বাবর আলি কোটাল সহ সাতজনকে দোষী সাব্যস্ত করেছিল বিষ্ণুপুর মহকুমা আদালত (Bankura Murder Case)। বুধবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের (life imprisonment) সাজা দিলেন বিচারক। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন: Howrah Horror: রবিনসন স্ট্রিটের ছায়া! হাওড়ার বন্ধ ঘরে মায়ের পচাগলা দেহ আগলে মেয়ে
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাসে বাঁকুড়া জেলার জয়পুর থানার হরিণাশুলি গ্রামে ইন্দিরা আবাস যোজনার টাকা তছরূপের ঘটনার প্রতিবাদ করায় গণপিটুনির জেরে খুন হয়েছিলেন স্থানীয় বাসিন্দা গোলাম কুদ্দুস শেখ। সেই সময়ে এই খুনের ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল জয়পুর থানায়। পরে জয়পুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণুপুর মহকুমা আদালতে।
দীর্ঘ ১২ বছর পর আজ বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (অ্যাডিশনাল সেশন জজ) অনুরুদ্ধ মাইতির এজলাসে জয়পুরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবর আলি কোটাল সহ সাতজন অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। গণপিটুনিতে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার সাজাপ্রাপ্তদের যখন আদালত থেকে জেলের আনার জন্য গাড়িতে তোলা হচ্ছিল তখন তাদের দেখতে রীতিমত ভিড় জমে যায় বিষ্ণুপুর মহকুমা আদালত চত্বরে। তবে প্রচুর পুলিশকর্মী থাকায় কোনও গণ্ডগোল হয়নি
আরও পড়ুন: WB Dengue Case: বর্ষার শুরুতেই সাফাই অভিযান, ডেঙ্গি মোকাবিলায় তৎপরতা বাঁকুড়ায়
প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার দিন বাবর আলি কোটালের নেতৃ্ত্বে একাধিক দুষ্কৃতী প্রকাশ্যে লাঠি, টাঙ্গি ও কুড়ুল নিয়ে হরিণাশুলি গ্রামের বাসিন্দা গোলাম কুদ্দুস শেখের ওপর চড়াও হয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে তাঁকে বেধড়ক মারধরের পর ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রেফার করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরে সেখানেই মৃত্যু হয় গোলাম কুদ্দুস শেখের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sonarpur News: ICDS সেন্টারের খিচুড়িতে মিলল ইঁদুর! তুমুল বিক্ষোভ সোনারপুরে