NIMHANS: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
Bankura News: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন বাঁকুড়ার প্রতাপ বাগানের বাসিন্দা মেঘা দণ্ডপাট। এই ফলাফলে খুশির হাওয়া ওই ছাত্রীর পরিবারে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভারতের পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল স্টাডিজের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান নিমহান্স (NIMHANS) পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন মেঘা দণ্ডপাঠ। কয়েকদিন আগেই এই প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আর তারপর থেকেই খুশির হাওয়া বাঁকুড়া (Bankura) শহরের প্রতাপ বাগানের বাড়িতে। উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেঘাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও।
আরও পড়ুন: Cantonment Boards: ক্যান্টনমেন্ট এলাকা এবার পুরসভার হাতে, নির্দেশ দিল কেন্দ্র, সংঘাতের আশঙ্কা
মেয়ের এই অভাবনীয় সাফল্য খুশি বাবা রুপম দণ্ডপাঠ ও মা সুমনা ঘোষরা। এপ্রসঙ্গে তাঁরা বলেন, মেয়ে আগাগোড়াই পড়াশেনায় ভালো তবে এবার অপ্রত্যাশিত সাফল্য হয়েছে।
নিজের এই সাফল্যে খুশি মেঘা দণ্ডপাতও। তিনি বলেন, মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই 'সাইক্রিয়াটিক'নিয়ে পড়াশোনা করা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যাণ্ড নিউরো সায়েন্স থেকে ওই বিষয়ে আমি পিএইচডি করতে চাই।
আরও পড়ুন: Governor: 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য' নিশানা রাজ্যপালের
নিমহানস হল ভারতের পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল স্টাডিজের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। প্রায় ২০ হাজার পরীক্ষার্থী নিমহানস-এ ৬ বছরের DM/MCh ডিএম/এসিএইচ এবং ৩ বছরের এমডি সাইকিয়াট্রিতে প্রবেশের জন্য নিমহানস প্রবেশিকা পরীক্ষা দেন।
নিমহানস হল একটি অনলাইন অবজেক্টিভ প্যাটার্ন পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স পরীক্ষা যা সরাসরি এমসিএইচ-এ ভর্তির জন্য নেওয়া হয়। এখানে নিউরোসার্জারি/ডিএম নিউরোলজি এবং এমডি সাইকিয়াট্রি কোর্স করানো হয়ে থাকে। এই সমস্ত কোর্সের জন্য একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় এবং প্রতিটি কোর্সের জন্য একটি পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়। পরীক্ষাটি বছরে দুবার হয়। জানুয়ারি এবং জুলাই সেশনের জন্য।
মেধার কথায়, মন দিয়ে পড়াশোনা করেছিলাম। আশা ছিল রেজাল্ট ভালো হবে। তবে প্রথম স্থান যে অঘিকার করব তা ভাবতে পারিনি। ফলাফল প্রকাশের পর প্রথম স্থান অধিকার করেছি দেখে খুবই ভালো লাগছে। এতটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। পড়াশোনার ক্ষেত্রে বাড়ির লোক প্রচুর সমর্থন দিয়েছে। আশাকরি ভবিষ্যতে আরও ভালো ফল করব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।