Bankura News : 'কালো কাপড়ে ঢাকা মুখ' মেডিক্যাল কলেজের পাঁচিল টপকে লেডিজ হস্টেলে দুষ্কৃতী, আতঙ্ক বাঁকুড়ায়
Bankura Sammilani Medical College : শুধু আরজি কর নয়, সারা রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজেই উঠেছে প্রতিবাদের স্লোগান। এরই মধ্যে নতুন আতঙ্ক ছড়াল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : আর জি কর কাণ্ডে ফুঁসছে বাংলা। আন্দোলনের ঢেউ ছড়িয়েছে বাংলার বাইরেও। সারা দেশ ব্যাপী বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। সব চিকিৎসক - পড়ুয়াদের দাবি , হাসপাতালে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । নইলে কাজে যোগ দেবেন না তাঁরা।
হাসপাতালে সর্বত্র সিসিটিভিন নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আলাদা শৌচালয়ের ব্যবস্থা, রেস্টরুমের ব্যবস্থা করার দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। শুধু আরজি কর নয়, সারা রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজেই উঠেছে প্রতিবাদের স্লোগান। এরই মধ্যে নতুন আতঙ্ক ছড়াল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে।
বাঁকুড়া মেডিকেল কলেজে হাসপাতালের লেডিজ হস্টেলের পাঁচিল টপকে ঢুকে পড়ল এক ব্যক্তি। তার মুখে কালো কাপড়। কিছুই যায় না দেখা । কে এই দুষ্কৃতী? মেয়েদের হস্টেলে ছড়িয়েছে আতঙ্ক। অভিযোগ, এক মহিলা জুনিয়র চিকিৎসকের দিকে তেড়ে যায় ওই ব্যক্তি। হস্টেলের মহিলারা ও সিকিওরিটি গার্ড ঘটনাস্থলে এলে পাঁচিল টপকে পালিয়েও যায় ওই ব্যক্তি। ঘটনার পর রীতিমত আতঙ্কিত বাঁকুড়া হাসপাতালের মহিলা চিকিৎসকরা।
আর জি কর ক্ষত দগদগে। এ ঘা শুকানোর নয়। আতঙ্কে মহিলা চিকিৎসক পড়ুয়ারা। ক্রমাগত তাঁরা দাবি তুলছেন নিরাপত্তা পরিকাঠামো পোক্ত করার। তারই মধ্যেই এই ঘটনা প্রশ্ন তুলছে। কে এই দুষ্কৃতী? তার টার্গেট কি নির্দিষ্ট কেউ ? নাকি চুরি - ডাকাতির উদ্দেশে ঢুকে পড়ে ছিল ওই রহস্যময় ব্যক্তি ? নানা প্রশ্ন উঠছে। তবে সবথেকে বড় প্রশ্ন, সারা রাজ্য যখন আর জি কর কাণ্ডে প্রতিবাদে সরব, ঠিক তখনই এমন ঘটনা ঘটে কীভাবে ? জেলায় জেলায় সব মেডিক্যাল কলেজেই চলছে আন্দোলন। বাড়তি সতর্ক পড়ুয়ারা। এই সময় এমন ঘটনা ঘটানোর সাহসই বা এল কীভাবে ?
গতকালের ঘটনার পর মঙ্গলবার আরও সতর্ক বাঁকুড়া মেডিকেল কলেজে হাসপাতালের লেডিজ হস্টেলের আবাসিকরা। কে এই ব্যক্তি, অনুসন্ধান চলছে। এদিকে আর জি কর আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে জেলায় জেলায় । বুধবার রাজ্যজুড়ে সরকারি মেডিক্যাল কলেজগুলিতে আউটডোর বনধের ডাক দেওয়া হয়েছে। ফলে রোগীদের হয়রানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :