Susunia Hill Fire: সকাল পেরিয়ে মধ্যরাত, এখনও লেলিহান শিখা শুশুনিয়ায় ! আগুন নেভাতে পাহাড়ে উপরে দাঁড়িয়ে দমকলের ৪০ কর্মী..
Bankura Susunia Fire Incident: চব্বিশ ঘণ্টা হওয়ার পথে, দাউদাউ আগুন জ্বলছে শুশুনিয়া পাহাড়ে ..

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ে সকাল থেকে যে আগুন জ্বলছে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি বনদফতর। বন দফতরে ঘটনাস্থলে উচ্চপদ আধিকারিকরা পৌঁছেছেন দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পাহাড় উপরে আগুন নেভানোর জন্য ৪০ জনের বেশি রয়েছে বনকর্মী সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি।
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন প্রথম নজরে আসে
দিনভর চেষ্টার পরেও শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনও পাহাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে আগুন। আগুনে পুড়ে খাক পাহাড়ের বিস্তীর্ণ বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতর। মূলত গতকাল সকালে, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন প্রথম নজরে আসে । দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে পাহাড়ের উপরের দিকে। খবর পাওয়ার পর থেকেই ব্লোয়ার নিয়ে পাহাড়ের বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে বন কর্মীরা।
আগুন নেভাতে পাহাড়ে উপরে দাঁড়িয়ে দমকলের ৪০ কর্মী..
ব্লোয়ার দিয়ে ঝরা পাতার স্তুপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যার পর থেকে পাহাড়ের উপরের অংশে দ্রুত হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ আকার নেয়। পাহাড়ের উপর ঝরা পাতার পাশাপাশি দাউদাউ করে জ্বলতে থাকে ছোট বড় গাছও। রাতে আবার নতুন করে ৪০ জন বনকর্মীকে ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজে নামানো হয়।
বহু গাছ পুড়ে খাক হয়ে গেলেও বন্যপ্রাণের তেমন ক্ষয়ক্ষতি হয়নি :বন দফতর
পাহাড়ের আগুন নেভানোর উদ্যেশ্যে নিয়ে যাওয়া হয় দমকলের একটি ইঞ্জিনও। কিন্তু একদিকে পাহাড়ের একাংশের দুর্গমতা আর অন্যদিকে আগুনের ভয়াবহতার কারণে কিছুতেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে পাহাড়ের উপর থাকা বহু গাছ পুড়ে খাক হয়ে গেলেও বন্যপ্রাণের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি বন দফতরের। প্রসঙ্গত, শুশুনিয়া পাহাড়ে এই প্রথমবার নয়, আগুন লেগেছে আগেও বহুবার। এবার চব্বিশ পেরিয়ে গিয়েছে , তাও আগুন না নেভায়, উদ্বেগ ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন, নথি ধরে ধরে পরীক্ষা, অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজতে দিল্লিতে অভিযান !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















