Kolkata News : মানি স্কোয়ারে বিশেষ ক্রিসমাস কার্নিভালের আয়োজন করল রেস্তোরাঁ ‘জঙ্গল সাফারি’, থাকছে কী কী চমক ?
ABP Ananda LIVE : ক্রিসমাস মানেই রঙিন আলো, আনন্দ আর জমজমাট খাওয়াদাওয়া। সেই উৎসবের আমেজকে আরও রঙিন করে তুলতে মানি স্কোয়ারে স্পেশালিটি গ্রুপের রেস্তোরাঁ ‘জঙ্গল সাফারি’ আয়োজন করেছে বিশেষ ক্রিসমাস কার্নিভালের। জঙ্গল থিমে সাজানো রেস্তোরাঁয় শিশুদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। ম্যাজিক শো, বেলুন ফাটানোর গেম, জোকার থেকে শুরু করে কথা বলা পুতুলের শো । মেনুতেও রয়েছে বিশেষ চমক। ভুনা ডাক, লবস্টার মশালা, নিহারি গোস্ত থেকে গোলকোন্দা মুরগ টিক্কি.., ভোজন রসিকরা চেখে দেখতে পারবেন, লোভনীয় সব পদ। ডেসার্টে থাকছে রাজকীয় স্বাদের ডবল কা মিঠা !
সিমা গ্যালারিতে শুরু হল এক নতুন প্রদর্শনী, নাম— less is more
সিমা গ্যালারিতে শুরু হল এক নতুন প্রদর্শনী। নাম— less is more... কয়েকটা মাত্র রেখা... অথচ অসীম তার বিস্তার...। ভারতীয় শিল্পে মিনিমালিজম ও বিমূর্ত শিল্পই এই প্রদর্শনীর মূল বিষয়...। ক্যানভাসের পাশাপাশি নজর কাড়ছে বিভিন্ন ভাস্কর্য। প্রদর্শনীতে জায়গা পেয়েছে ১২৫টি শিল্পকর্ম। অংশ নিয়েছেন ৭০-এর বেশি শিল্পী। রয়েছে মকবুল ফিদা হোসেন, SH রাজা, KCS পানিকর লালু প্রসাদ সাউ থেকে শুরু করে পরেশ মাইতি, শ্রেয়সী চট্টোপাধ্যায়, বিমল কুণ্ডুদের সৃষ্টি..। মঙ্গলবার থেকে শনিবার সকাল ১১টা থেকে সন্ধে ৭টা ও সোমবার দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকবে প্রদর্শনী।




















