Bankura News: পঞ্চায়েতের বোর্ড গঠনে দলবিরোধী কাজ, বহিষ্কৃত ২ তৃণমূল নেতা
Bamkura: পঞ্চায়েতের বোর্ড গঠনে দলীয় নেতৃত্বের নির্দেশ না মানার অভিযোগ! ব্লক সহ সভাপতি ও অঞ্চল সভাপতিকে বহিষ্কার করল তৃণমূল।
প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: পঞ্চায়েতের বোর্ড গঠনে দলবিরোধী কাজের অভিযোগে ব্লক সহ সভাপতি ও অঞ্চল সভাপতিকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। ব্লক সভাপতির অভিযোগ, সিপিএমকে সঙ্গে নিয়ে অঞ্চল সভাপতি বোর্ড গঠন করে প্রধান হয়েছেন আর তাতে মদত দিয়েছেন ব্লকের সহ সভাপতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বহিষ্কৃত অঞ্চল সভাপতি। কিন্তু, বহিষ্কার নিয়ে মুখে কুলুপ এটেছেন দুজনই।
পঞ্চায়েতের বোর্ড গঠনে দলীয় নেতৃত্বের নির্দেশ না মানার অভিযোগ! ব্লক সহ সভাপতি ও অঞ্চল সভাপতিকে বহিষ্কার করল তৃণমূল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লটিয়াবনি গ্রাম পঞ্চায়েতে ১৭ টি আসনের মধ্যে তৃণমূল পায় ১২টি বিজেপির দখলে যায় ৩টি সিপিএম জিতেছিল ২টি আসনে।
১১ অগাস্ট সেখানে বোর্ড গঠন হয়। অভিযোগ, বোর্ড গঠনের ক্ষেত্রে দলের নির্দেশ অমান্য করেছেন লটিয়াবনির অঞ্চল সভাপতি মানিক মণ্ডল।
তৃণমূলের গঙ্গাজলঘাটি ২ নম্বর ব্লকের সভাপতির দাবি, সিপিএমের সাহায্য প্রধান পদে বসেছেন অঞ্চল সভাপতি। আর এতে মদত দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই ব্লক সহ সভাপতির বিরুদ্ধে। এরপরই এই ২ নেতাকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেছে তৃণমূল।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বহিষ্কৃত অঞ্চল সভাপতি। কিন্তু, বহিষ্কার নিয়ে মুখে কুলুপ এটেছেন দুজনই। পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন নিয়ে জেলায় জেলায় তৃণমূলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে এসেছিল। আর ভোট মেটার পরও সেই কোন্দল অব্যাহত।
পুরুলিয়াতেও উত্তেজনা: অন্যদিকে পুরুলিয়ার আড়রা পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল! নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দলের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীদের একাংশ। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানের দাবি, ১৬ জন তৃণমূল সদস্য তাঁকে সমর্থন করেছেন।
প্রধানের দায়িত্ব নিতে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা! নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলে কড়া পদক্ষেপের দাবি তৃণমূলের একাংশের! প্রধান অফিসে ঢোকার সময় তুমুল ধস্তাধস্তি। এবার পুরুলিয়ার আড়রা পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল!
এই গ্রাম পঞ্চায়েতে মোট ২৬ টি আসনের মধ্যে ২৩টিতে জয়ী হয় তৃণমূল, ও ৩টিতে জয়ী হয় বিজেপি। বুধবার নবনির্বাচিত প্রধান তুফান কুমার রায় ও উপপ্রাধন অসীম বাউড়ি দায়িত্বভার গ্রহণ করতে পঞ্চায়েত অফিসে যান। কিন্তু, তিনি সেখানে পৌঁছতেই দলের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীদের একাংশ।