Businessman Death: দোকানের মধ্যে থেকে উদ্ধার দেহ, স্বর্ণ ব্যবসায়ীর রহস্যমৃত্যু বড়বাজারে
দোকানের মধ্যে থেকেই উদ্ধার করা হল মৃতদেহ। দেহ দেখে পোস্তা থানায় খবর দেন দোকানের কর্মী। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃত ব্যবসায়ীর দিলীপ গুপ্ত আলিপুরের বাসিন্দা।
কলকাতা: বড়বাজারের ৩১ নম্বর শিবতলা স্ট্রিটে স্বর্ণ ব্যবসায়ীর রহস্যমৃত্যু। দোকানের মধ্যে থেকেই উদ্ধার করা হল মৃতদেহ। দেহ দেখে পোস্তা থানায় খবর দেন দোকানের কর্মী। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃত ব্যবসায়ীর দিলীপ গুপ্ত আলিপুরের বাসিন্দা। মৃত ব্যবসায়ীর মুখে রক্তের দাগ ছিল, খবর পুলিশ সূত্রের। তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা।
গত ২৩ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) গড়বেতায় (Garhbeta) এক শিক্ষকের (Teacher) রহস্যমৃত্যু (Mystery death) হয়। স্কুলের (School) ক্লাসরুম (Class room) থেকে তাঁর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের (Cops) অনুমান, ওই শিক্ষক আত্মহত্যা (Suicide) করেছেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, মৃত শিক্ষকের ডায়েরিতে স্পষ্ট, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার ফলেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, মৃত শিক্ষকের নাম নাসিমউদ্দিন খান। তিনি ভূগোলের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। এই শিক্ষকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক কী কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, সেটা কেউই বুঝতে পারছেন না।
উল্লেখ্য, সম্প্রতি বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় এক মহিলার ক্ষত বিক্ষত দেহ (Dead Body Recovered)। কাজের তাগিদে বাড়ির বাইরে স্বামী-ছেলে। আর তাঁদের সঙ্গে দেখা হল না এক মহিলার। । ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন (Stabbed to Death) করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অুমান পুলিশের। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মালদা (Malda News) জেলার মানিকচক (Manikchak News) থানার অন্তর্গত শেখপুরা পূর্ব পাড়া এলাকার ঘটনা। মৃত মহিলার নাম বেবি বিবি। রবিবার সকালে বাড়ির মধ্যে থেকে তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী শেখ সাজুদ পেশায় শ্রমিক। ভিন্ রাজ্যে কর্মরত তিনি।ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে দু’জনের কেউই বাড়িতে ছিলেন না। তখনই ওই মহিলাকে খুন (Alleged Murder) করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ দানা বাধছে।