Bardhaman News: বর্ধমানের পালিতপুরে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১ ! আহত একাধিক, নেওয়া হল হাসপাতালে..
Bardhaman Blast: মর্মান্তিক ঘটনা বর্ধমানের পালিতপুরে !

বর্ধমান: আবার বিস্ফোরণ রাজ্যের মাটিতে। আবার মৃত্যু। এবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ধমানের পালিতপুরে। বয়লার ফেটে ইস্পাত কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১ জনের। আহত ১১। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল ও পুলিশ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন, 'তৃণমূলকে পুরষ্কৃত করা উচিত..', বললেন সুকান্ত ! 'এমন আন্তর্জাতিক কর্মী কোন পার্টির আছে ?'
ওই বয়লার ফাটল কী করে ? সেফটি চেকিং কী হত না কারখানায় ?
রাজ্যে একের পর এক অঘটন হয়েই চলেছে। কখনও অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, কখনও আবার বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিধ্বংস্ত শৈশব। আর তারই সঙ্গে সাম্প্রতিককালে একের পর এক কারখানায় বিস্ফোরণের ঘটনা লেগেই আছে। বর্ধমানের পালিতপুরে বয়লার ফেঁটে এতটা জোরেই বিস্ফোরণ হয়েছে যে , কারখানার ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে। গোটা কারখানা যেন শ্মশানপুরী। এবারও বিস্ফোরণের শিকার হতে হয়েছে একজনকে। মৃত্যু হয়েছে তাঁর। গুরুতর জখম হয়েছেন ১১ জন। তবে প্রকৃতই ওই বয়লার ফাটল কী করে ? সেফটি চেকিং কী হত না কারখানায় ? এই প্রশ্নগুলি উঠে আসছে।
বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছিল টিনের চালা
সম্প্রতি বীরভূমে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সিউড়িতে বিস্ফোরণে উড়ে গিয়েছিল বাড়ির চাল। মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করে জানিয়েছিল পুলিশ। ঘটনার পর পালিয়ে গিয়েছিল বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্য়রা। কীভাবে বিস্ফোরণ, জানতে তদন্তে নেমেছিল সিউড়ি থানার পুলিশ। সাঁইথিয়ার পর কেঁপে উঠেছিল সিউড়ির কুখুডিহি গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছিল টিনের চালা। চুরমার হয়ে গিয়েছিল আসবাবপত্র।
রাত্রি সাড়ে ১২ টা, তখন সবাই ঘুমিয়ে
স্থানীয় বাসিন্দার কথায়, রাত্রি সাড়ে ১২ টা। তখন সবাই বাড়িতে ঘুমিয়ে গেছে। বোমা বিস্ফোরণটা হয়েছে, সেটা মানতেই হবে। আতঙ্কে আছি। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেখানে তখন কেউ ছিল না। ফলে প্রশ্ন উঠেছে, ওই বাড়িতে কি বোমা মজুত করা ছিল? সেই বোমাই কি ফেটেছে? এই বিস্ফোরণ নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্য়ে শুরু হয় চাপানউতোর।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















