Barrackpore: মদ্যপানের টাকা না দেওয়ায় বিপত্তি! রড দিয়ে পিটিয়ে যুবককে খুন
Barracpore: মদ্যপানের টাকা না দেওয়ায় দুষ্কৃতীদের বিরুদ্ধে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এখনও গ্রেফতারির কোনও খবর মেলেনি। অভিযুক্তদের খোঁজ চলছে।
উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর (Barrackpore) চিড়িয়ামোড়ে (Chiriamore) খুন হলেন যুবক। ব্যারাকপুরে পুলিশ কমিশনারের অফিসের সামনে যুবককে খুন করা হয় বলে খবর। মদ্যপানের টাকা না দেওয়ায় দুষ্কৃতীদের বিরুদ্ধে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এখনও গ্রেফতারির কোনও খবর মেলেনি। অভিযুক্তদের খোঁজ চলছে।
নাকাশিপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন : আজ আরও এক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিন তৃণমূলের হাতেই খুন হলেন তৃণমূল কর্মী! নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন করার অভিযোগ ওঠেতৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের ভাই-সহ তিন জনের বিরুদ্ধে!অভিযোগ, পায়ে গুলি লাগে নিহত তৃণমূল কর্মীর দাদা ও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মিন্টু দফাদারেরও। তিনি ধ প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে তাঁকে আর টিকিট দেয়নি দল।
পরিবর্তে সেই আসন থেকে জয়ী হন ইয়াদ আলি শেখ। আক্রান্তের অভিযোগ, এলাকায় বাম-কংগ্রেসের দাপট বাড়ার নেপথ্যে দফাদার পরিবারের মদত রয়েছে বলে দাবি করে মঙ্গলবার তাঁদের গালিগালাজ করে বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাই হায়দর আলি শেখ। অভিযোগ, বুধবার সকালে তাঁদের বাড়ি ঘিরে গুলি চালানো হয়। মৃতের পরিবার গুলি চালানোর অভিযোগ তুললেও, পুলিশ সূত্রে দাবি, গুলি নয়, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। এই ঘটনায়অভিযুক্তরা এখনও অধরা।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের: জমি-বিবাদের জেরে মালদার চাঁচলের জালালপুরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত সইদুর রহমানকে তাদের দলের কর্মী বলে দাবি করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে বিবাদের জেরে দু’পক্ষের মধ্যে গন্ডগোল এদিন চরমে ওঠে। সংঘর্ষের মধ্যে গুলিও চলে। গুলিবিদ্ধ হন সইদুর। এই খুনকে রাজনৈতিক বলে দাবি করে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি। শাসকদলের দাবি, জমি-বিবাদকে সামনে রেখে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন: Kolkata News: ফুলবাগানের গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগ, দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR পুলিশের