Barrackpur: ক্রেতা সেজে দোকানে ঢুকে জালিয়াতি, নকল ডেবিট কার্ড ছোঁয়াতেই ফ্রিজ লক্ষ লক্ষ টাকার অ্যাকাউন্ট
Fraud Case: ঘটনার অভিযোগে ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।
ব্যারাকপুর: রোজই যেন প্রতারণার নয়া কৌশল ফাঁদছেন প্রতারকরা (Barrackpur)। এবার ক্রেতা সেজে দোকানে এসেই জালিয়াতি। সোনার দোকানের গয়না কিনতে আসার নামে ব্যাঙ্কে হানা দেয় দুষ্কৃতীরা। তারপরেই ডেবিট কার্ড ব্যবহার করে অভিনব কায়দায় ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করে বেড়িয়ে চলে যায় প্রতারকরা। তারা বেরিয়ে যেতেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। নিউ ব্যারাকপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী জানান, তাঁর কারেন্ট অ্যাকউন্ট কারেন্ট ফ্রিজ হয়ে গিয়েছে এই ঘটনার পর। কীভাবে এই প্রতারণা? তদন্তে নেমে কার্যত চোখ কপালে উঠছে দুঁদে তদন্তকারীদের।
ঘটনার অভিযোগে ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ঘটনায় বড়সড় চক্রের হদিশ মিলেছে। উত্তর প্রদেশ পুলিশও তাকে একই কথা জানায়। স্বর্ণ ব্যবসায়ী নিউ ব্যারাকপুর থানা অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে চক্ষু চড়ক কাজ হয়ে যায় পুলিশের।
ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক প্রতারণার জামতারা যোগ স্পষ্ট হয়। নকল আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড বানিয়ে ক্রেতা সেজে দোকানে ঢুকেএভাবেই ব্যবসায়ীদের প্রতারণা করছিল একটা বড় চক্র। সেই চক্রের দু-জনকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। পাশাপাশি মধ্যমগ্রামবাবুই আইটিসহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নকল আধার কার্ড, প্যান কার্ড, কম্পিউটারসহ একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এ ভাবে আগেও তাঁরা প্রায় ৩৮লক্ষ টাকার সোনার গহনা কিনে নিয়েছে।
দিনে দিনে বাড়ছে প্রতারণার ফাঁদ। তাই বারবারই সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। আজকাল মোবাইল ফোন (Mobile Phone) আমাদের সারাক্ষণের সঙ্গী। আর এই ফোনের সাহায্যেই প্রতিদিনের জীবনের একাধিক কাজ আমরা করে থাকি। তাই মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে একটু বেশিই সতর্কতা প্রয়োজন যাতে আমরা বিপদে না পড়ি। চারপাশে উন্নত হচ্ছে প্রযুক্তি এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা। মোবাইল ফোনে আসা ফোনকলের (Scam Calls) মাধ্যমেও প্রতারিত হতে পারেন আপনি। খোয়া যেতে পারে টাকা। কিংবা ফাঁস হয়ে যেতে পারে গোপন, ব্যক্তিগত তথ্য। মোবাইলে আসা এই ধরনের ফোনকলকে স্প্যাম কল (Spam Calls) বা স্ক্যাম কল বলা হয়। এই জাতীয় ফোনকল এড়াতে চাইলে কী কী করবেন দেখে নেওয়া যাক। স্ক্যামার এবং হ্যাকারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হল স্মার্টফোন। শুধু ফোনকল নয়, মেসেজের আড়ালেও আপনার জন্য প্রতারণার ফাঁদ পাতা থাকতে পারে। তাই সতর্ক থাকা জরুরি। নাহলে সাইবার ক্রাইমের শিকার হবেন আপনি।