Baruipur Crime:বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত প্রেমিক ও তার বন্ধু
Differently Abled Woman Died:বারুইপুরে বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। তরুণীর প্রেমিক অজয় মণ্ডল ও বন্ধু দেবাশিস নস্করকে গ্রেফতার করা হয়েছে।
হিন্দোল দে, বারুইপুর: বারুইপুরে বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণ করে খুনের ( Differently Abled Woman Allegedly Gangraped and Murdered) অভিযোগ পরিবারের। তরুণীর প্রেমিক অজয় মণ্ডল ও বন্ধু দেবাশিস নস্করকে গ্রেফতার করা হয়েছে। মৃতার পরিবারের দাবি, এপ্রিল মাস থেকে তরুণীর সঙ্গে সম্পর্কে ছিল প্রতিবেশী অজয়ের। গত শুক্রবার ফোন করে তরুণীকে ডাকে অজয়।তারপর থেকেই আর খোঁজ মেলেনি নির্যাতিতার। রবিবার স্থানীয় পুকুরে তরুণীর দেহ ভেসে ওঠে। খুনের অভিযোগ দায়ের হলেও, গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে খবর পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
বিশদ...
পুলিশের দাবি, জেরায় অজয় মণ্ডল ও দেবাশিস নস্কর দুজনেই খুনের কথা কবুল করেছে। কিন্তু কেন খুন করা হল ওই তরুণীকে? সেটা পুলিশ এখনও অনুসন্ধান করছে। নির্যাতিতার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, করমচা বাগানের মধ্যে একটি ছোট ডোবা রয়েছে। সেখানেই গত কাল, সকাল ১০টা নাগাদ এক তরুণীর দেহ ভেসে উঠতে দেখেছিলেন এলাকার মানুষজন। তখনই খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। নির্যাতিতার পরিবারের কাছে খবর গেলে তারা দেহ শনাক্ত করে। এক প্রত্যক্ষদর্শী বললেন, 'কৃষকরা খেত থেকে ফেরার পথে দেখলেন, এখানে একটা লাশ ভাসছে। হইচই পড়ে যায় এখানে। থানায় খবর চলে যায় দ্রুত। পুলিশ এসে লাশ তুলে নিয়ে চলে যায়।' স্থানীয়রা জানাচ্ছেন, যে করমচা বাগানের ডোবা থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেখানে রাতের দিকে খুব একটা কেউ আসেন না। মূলত কৃষক বা করমচা বাগানের কর্মীরাই ওই চত্বরে আসেন।
কিন্তু প্রশ্ন এখন একটাই। কেন খুন হতে হল বিশেষভাবে সক্ষম ওই তরুণীকে? প্রেমের সম্পর্কে টানাপড়েন নাকি গণধর্ষণের পর প্রমাণ লোপাট নাকি এমন কোনও গোপন তথ্য তিনি জেনে গিয়েছিলেন যা প্রকাশ্যে এলে বড়সড় কোনও অসুবিধা হতে পারত? সব দিকেই অনুসন্ধান করছে পুলিশ। তবে তদন্তকারীদের বক্তব্য, নির্যাতিতার পর গণধর্ষণের কথা বললেও এই সংক্রান্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ যদিও সে রকম কোনও সম্ভাবনা রয়েছে কিনা, সে দিকটিও খতিয়ে দেখছে। কী ভাবে খুন করা হয়েছে, সেটিও বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:অধিবেশন শুরুর দিনই কংগ্রেসকে 'এমার্জেন্সি খোঁচা' মোদির, বললেন,'দেশ চালাতে চাই সহমত'