Kunal Ghosh: তৃণমূল নেতাকে গালিগালাজ, হুমকির অভিযোগ, কংগ্রেস বিধায়ককে গ্রেফতারির দাবিতে সরব
সাগরদিঘির উপনির্বাচনে জেতার ২০ দিন পর বুধবার অবশেষে জটিলতা কাটিয়ে শপথ নিলেন কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ল না।

কলকাতা: সাগরদিঘির নবনির্বাচিত কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন ধুলিয়ানের তৃণমূল নেতা সঞ্জয় জৈন। এদিন একটি অডিও ক্লিপ সামনে এনে বিধায়ক হিসেবে শপথ গ্রহণের দিনই বায়রন বিশ্বাসকে গ্রেফতারের দাবিতে সরব হলেন কুণাল ঘোষ। যদিও সেই কণ্ঠস্বর তাঁর নয় বলে দাবি করেছেন বায়রন।
বায়রন বিশ্বাসকে গ্রেফতারের দাবিতে সরব: সাগরদিঘির উপনির্বাচনে (Sagardighi By Poll 2023) জেতার ২০ দিন পর বুধবার অবশেষে জটিলতা কাটিয়ে শপথ নিলেন কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। শপথ নেওয়ার আগেই, সাগরদিঘির নবনির্বাচিত বিধায়ককে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, “অবিলম্বে তাঁকে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে। দরকার হলে বিধানসভায় যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা উচিত। কীসের শপথ?’’
সোমবার বায়রন বিশ্বাসের বিরুদ্ধে ফোনে গালিগালাজ, হুমকি ও বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ দায়ের করেন ধুলিয়ানের তৃণমূল নেতা সঞ্জয় জৈন। এদিন অভিযোগের সপক্ষে একটি অডিও ক্লিপ সামনে আনে তৃণমূল কংগ্রেস। যেখানে একজন অপরজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। যদিও এই অডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এদিন কুণাল ঘোষ বলেন, “বায়রন বিশ্বাস অত্যন্ত কুৎসিত ভাষায় তৃণমূলের ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় জৈনকে টেলিফোনে গালিগালাজ করেছেন। বিশেষভাবে আইপিসি-র ৫০৫ ও ৫০৬ (২) এই ধারা প্রয়োগ করে নন বেলেবল সেকশন ৫০৬ (২) অবিলম্বে তাঁকে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে। অধীর চৌধুরী আপনি সাপোর্ট করেন? যদি না করেন, তাহলে কী ব্যবস্থা নিচ্ছেন? কী ব্যবস্থা নিচ্ছেন?’’ এবিষয়ে কংগ্রেস বিধায়ক বলেন, “আমার গলা নয়। এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে। সেটা আদালতে প্রমাণ হবে উনি কে বলার? কী হবে সেটা আদালত ঠিক করবে। আমি যদি তৃণমূলের লিডার হতাম, তাহলে আমার কোনও দোষ থাকত না। এগুলো সব ফাঁসানোর চেষ্টা।’’
বুধবার বিধানসভার নৌশার আলি কক্ষে সাগরদিঘির নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারের পক্ষের প্রতিনিধি হিসেবে একমাত্র উপস্থিত ছিলেন পরিষদীয় দফতরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু। অন্যদিকে, বায়রন বিশ্বাসের শপথের পর তাঁকে হলুদ গোলাপের তোড়া দিয়ে স্বাগত জানান তিন বিজেপি বিধায়ক। যা নিয়ে আবার কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল।
আরও পড়ুন: Partha Bhowmick: বাম আমলে নিযুক্ত SSC-র কর্মীদের একাংশ দুর্নীতিতে জড়িত! সেচমন্ত্রীর নিশানায় বামেরা






















