Kolkata Medical College : বাইরে ১২ ঘণ্টা ছটফট করলেন ক্যান্সার রোগী , ' বেড নেই ' বলে ফেরাল মেডিক্যাল কলেজ হাসপাতাল
Kolkata Medical College Bed Crisis : কার্যত বিনা চিকিত্সায় ফিরিয়ে নিয়ে যেতে হয় রোগিণীকে। দাবি পরিবারের।
সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ফের শহরের হাসপাতালে এসে হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠল। হাসপাতালের বাইরে প্রায় ১২ ঘণ্টা অপেক্ষার পর ভর্তি হতে পারলেন না যন্ত্রণায় ছটফট করতে থাকা মহিলা। ফিরে গেলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগিণী। এই অভিযোগ উঠেছে শহরের সরকারি হাসপাতালের বিরুদ্ধে।
' বেড নেই '
পরিবার সূত্রে খবর, ৭ দিন আগে ক্যান্সার ধরা পড়ে বারাসাতের পীরগাছার বাসিন্দা ওই রোগিণীর। স্থানীয় নার্সিংহোমে প্রাথমিক চিকিত্সার পর, গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধে ৭টা নাগাদ নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগিণীর পরিবারের অভিযোগ, সকালে হাসপাতালের তরফে বেড নেই বলে জানিয়ে দেওয়া হয়। কার্যত বিনা চিকিত্সায় ফিরিয়ে নিয়ে যেতে হয় রোগিণীকে। দাবি পরিবারের। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। করোনাকালে এই ধরনের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে বারবার উঠেছে। এবার এই অভিযোগ উঠল ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবারের তরফে।
শুধু কলকাতা নয়, ইদানিং জেলার হাসপাতালগুলির বিরুদ্ধেও কখনও রোগীর হয়রানি , কখনও আবার চিকিৎসায় গাফিলতি করার অভিযোগ ওঠে। সম্প্রতি রোগীদের অভিযোগ , মত্ত অবস্থায় রোগীর চিকিৎসা করা হয় এবং মৃত্যু ঘটে, এমনই অভিযোগ ওঠে নদিয়ার (Nadia) একটি হাসপাতালের বিরুদ্ধে ( Nadia Hospital)। গোটা ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়ায় কল্যাণী পৌরসভার ওই এলাকায়। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিকেল কলেজের ঘটনা নিয়ে শুরু হয় অশান্তি। মৃত নয়ন গোয়ালা বাড়ির অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে গিয়ে গায়ে অ্যাকোয়ারিয়াম পড়ে যায়। অ্যাকোয়ারিয়ামের কাচ ভেঙে ডান হাতের শিরা কেটে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। তারপরই এই বিপদ।
এক নজরে সকালের শিরোনাম
- মণিপুরের নোনে জেলায় ভূমিধসে সেনা ও সাধারণ নাগরিক মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১। আটকে ৫৫ জন। ভয়ঙ্করতম ঘটনা, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। চলছে উদ্ধারকাজ।
- চলছে বৃষ্টি, মাটি ভিজে। উদ্ধারে সময় লাগবে আরও ২-৩ দিন, জানালেন মুখ্যমন্ত্রী। এক জওয়ান-সহ ১৮ জনকে উদ্ধার। বিশেষ বিমানে বাগডোগরায় ফিরছেন ১০ জন।
- হাওড়ায় জলে ডুবে বালকের মৃত্যুর পর বন্ধ সুইমিং ক্লাব। ছিল না বেবি পুল। বালককে কেন ৭ ফুট গভীর পুলে নামানো হল? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। ছিল না সিসি ক্যামেরার নজরদারি।
- রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। ১৮ জুলাইয়ের নির্বাচনের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার।
- হয়ত বিজেপির চাপ আছে। ঘাড় থেকে বোঝা নামানোর চেষ্টা। তৃণমূল নেত্রীকে কটাক্ষ অধীর চৌধুরীর। হার নিশ্চিত জেনেই ভোলবদল, খোঁচা দিলীপের।
- কেন্দ্রীয় প্রকল্পের খোঁজ নিতে অখিল গিরির রামনগরে কেন্দ্রীয় দল। আবাস যোজনার টাকা পেতে কাউকে অনুদান দিতে হয়েছে ? প্রশ্ন কেন্দ্রীয় দলের। আগে বকেয়া টাকা দিক কেন্দ্র, পাল্টা তৃণমূল।