WB Covid Update : নতুন করে কোভিড সতর্কবার্তা দেশে, কী পরিস্থিতি রাজ্যে ?
Covid-19 : স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে
কলকাতা : চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা । এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে। স্বাভাবিকভাবেই, উদ্বেগ বাড়ছে এ রাজ্যেও। গতকালের করোনা রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। সেই অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে একজনের, সংক্রমিত সাত। রাজ্যে করোনায় পজিটিভিটি রেট (Corona Positivity Rate) ০.১৬ শতাংশ। তবে, শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ১ এবং কোনও মৃত্যু নেই।
বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণের বাড়বাড়ন্ত-
চিনে ফের সংক্রমণের বাড়বাড়ন্তের খবর সামনে আসছে। ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি। হাসপাতালে মিলছে না বেড, মেঝেতে শুয়ে রোগী। জিমেও খোলা হয়েছে ফিভার ক্লিনিক। করোনা পরিস্থিতি ভয়াবহ আমেরিকা, ব্রাজিল, জাপানেও। এই পরিস্থিতিতে আজ সতর্ক করেছে স্বাস্থ্যমন্ত্রক। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে আরও বেশি করে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক পরায় জোর দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। 'করোনা এখনও শেষ হয়নি, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি।' ট্যুইট করে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
স্বাস্থ্যমন্ত্রকের সচেতনতা বার্তার পরই সতর্ক রাজ্য। স্বাস্থ্যসচিবের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে টিম গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে কেন্দ্র সচেতন করার পরেই সতর্ক কলকাতা পুরসভাও। স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, 'মানুষকে বার্তা দেওয়ার জন্যই মাস্ক পরবেন স্বাস্থ্যকর্মীরা, জনবহুল জায়গায় মাস্ক পরায় জোর দেওয়া হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে করোনা পরীক্ষা কেন্দ্রগুলি।
উল্লেখ্য, চিনে সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে। সূত্রের খবর, এই ভ্যারিয়েন্টে তিন জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। BF.7 ভ্যারিয়েন্টের প্রথম সংক্রমণ দেখা যায় গত অক্টোবরে মাসেই। গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে প্রথম এটি শনাক্ত করা হয়। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টে দুই আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাতে। একটি কেস পাওয়া গেছে ওড়িশায়।
সূত্রের খবর, চিনের অধিকাংশ শহরে এখন মারাত্মক সংক্রামক ওমিক্রন স্ট্রেইন BF.7-এর থাবা। বেজিংয়েও এই ভ্যারিয়েন্টেরই প্রকোপ দেখা দিয়েছে।
আরও পড়ুন ; চিনের চিন্তা বাড়ানো করোনা ভ্যারিয়েন্ট ভারতেও !