Bengal Global Business Summit : ‘রাজ্যে কর্মদিবস নষ্ট হয় না’, বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর
BGBS 2022 Latest News Updates: একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান।
LIVE
Background
কলকাতা : বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ( West Bengal Business Summit 2022)। সকাল সোয়া ১১টা নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন তিনি।
এরপর বেলা ১২টায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্মেলনে ১৯টি দেশের আড়াইশো জন প্রতিনিধি যোগ দিয়েছেন। একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান। ফলে বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি (Gautam Adani), আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। এই গোষ্ঠীর পক্ষ থেকে তাজপুর বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখানো হয়েছে। এসে পৌঁছেছেন সজ্জন জিন্দল আর নিরঞ্জন হীরা নান্দানি। ফলে বাণিজ্য সম্মেলনে এই শিল্পপতিরা কী ঘোষণা করেন, তার অপেক্ষায় শিল্পমহল।
BGBS 2022 : পরিকাঠামো উন্নয়ন, ডেটা সেন্টার, আন্ডার সি-কেবলে বিনিয়োগ করবে আদানি
আদানি গ্রুপের তরফে ১০ হাজার কোটি টাকা এই রাজ্যে বিনিয়োগ করা হবে। এর ফলে অন্তত ২৫ হাজার কর্মসংস্থান হবে। পরিকাঠামো উন্নয়ন, ডেটা সেন্টার, আন্ডার সি-কেবলে বিনিয়োগ করা হবে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির।
BGBS 2022 : শিল্পপতিদের যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা বিব্রত না করে দেখবেন, রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর অনুরোধ
‘রাজ্যপালের মাধ্যমে আমি একটাই অনুরোধ রাখব। আমরা কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্য চাই। আর শিল্পপতিদের যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা বিব্রত না করে দেখবেন।’ শিল্প সম্মেলনের মঞ্চে আবেদন মুখ্যমন্ত্রীর।
BGBS 2022 : এভাবেই আমাদের পাশে থাকুন, রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর
ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, আমি এবার খুবই আনন্দিত, রাজ্যপাল এবার আমাদের বাণিজ্য সম্মেলনের মঞ্চে এসেছেন ও এত সুন্দর ভাষণ দিয়েছেন। এভাবেই আমাদের পাশে থাকুন। মুখ্যমন্ত্রী আরও বলেন -
- ‘আশা করব এভাবেই রাজ্যপাল আমাদের সবসময় পাশে থাকবেন, গৌতম আদানিকে প্রথমবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য ধন্যবাদ’
West Bengal Business Summit Live : বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি আদানির
বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি আদানির। কর্মসংস্থান হবে অন্তত ২৫ হাজার। প্রশংসা কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলার প্রশংসা।
West Bengal Business Summit 2022: মুখ্যমন্ত্রীর ভাষণে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ,
- ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২ কোটি মহিলা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন’
- ‘হেলথ কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে’
- ‘আড়াই কোটি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে’
- ‘কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে প্রশংসিত’