Bengal Global Business Summit: 'মেসেজ করলে এক মিনিটের মধ্যে উত্তর দেন মুখ্যমন্ত্রী', মমতার ভূয়সী প্রশংসায় সৌরভ
Sourav on Mamata:বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: আজ শুরু হয়েছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। নিউটাউনের (Newtown) বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে কনভেশন সেন্টার লাগোয়া অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধন করেন তিনি।
তার আগে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত ত্রিপুরার পর্যটনের সঙ্গে এবার বাংলার মুখ সৌরভ (Sourav Ganguly)। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা মমতার। মুখ্যমন্ত্রী বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে তো সকলেই চেনেন। ও তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ। আমি ওকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব দিতে চাই।' এরপরেই সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে সরকারিভাবে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে বলেন মুখ্যমন্ত্রী।
এদিকে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন, 'মেসেজ করলে এক মিনিটের মধ্যে উত্তর দেন মুখ্যমন্ত্রী। যে ভাবে মুখ্যমন্ত্রী সব বিষয়ে সহযোগিতা করেন, তা সত্যিই অভাবনীয়। প্রতিটি ছোট বিষয়েও নজর রাখেন মুখ্যমন্ত্রী'। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। -
আরও পড়ুন, বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস, শিল্পপতিদের অভিনন্দন জানিয়ে বাণিজ্য সম্মেলনে দাবি মমতার
প্রসঙ্গত, ২দিনের বাণিজ্য সম্মেলনে উপস্থিত আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, জার্মানি সহ ২৮টি দেশের ২৫০ প্রতিনিধি। সম্মেলেন অংশ নেবেন মুকেশ আম্বানি, নিরঞ্জন হীরানন্দানি, নিষাদ প্রেমজি, সজ্জন জিন্দাল, আর দীনেশ, সঞ্জীব পুরি, সঞ্জীল গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়ার মতো প্রথম সারির শিল্পপতিরা। তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদানি গোষ্ঠীর তরফে কেউ উপস্থিত থাকেন কিনা সেদিকে নজর রয়েছে।
এদিন মমতা বলেন, 'বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন ৩৫টি দেশের প্রতিনিধি। ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস। ১৭টি দেশ পার্টনার হিসেবে বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছে। বাংলায় কোনও বিভেদ নেই। জিডিপি বেড়েছে প্রায় ৪ গুণ। সোশাল সেক্টর সার্ভিসে বাংলা শীর্ষে। বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস। রাজ্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয়। বাংলায় প্রশাসনই যায় মানুষের কাছে।'