Bengal SIR Row : প্রথমে ২,২০৮, কমিশনের কড়া ডোজ, দু'য়ে নামল মৃত্যুহীন বুথের সংখ্যা !
Bengal SIR Row EC On Booths With Zero Death: কমিশনের কড়া ডোজ, দঃ ২৪ পরগনায় মৃত্যুহীন বুথ শূন্য!

রুমা পাল, কলকাতা: কমিশনের কড়া ডোজ, দু'য়ে নামল মৃত্যুহীন বুথের সংখ্যা! প্রথমে ২,২০৮, দ্বিতীয়বার ৪৮০, তৃতীয়বার ২৯, চতুর্থবার ৭। ৭-এর পর এবার মৃত্যুহীন বুথ নামল মাত্র ২ টিতে! হাওড়া ও পশ্চিম মেদিনীপুর ২টি বুথ মৃত্যুহীন। প্রথম দফায় দক্ষিণ ২৪ পরগনায় ৭২০টি মৃত্যুহীন বুথ। ৭২০টি বুথ থেকে কমে দঃ ২৪ পরগনায় মৃত্যুহীন বুথ শূন্য!
আরও পড়ুন, 'ধর্মপ্রাণ মুসলিম মসজিদের ব্যাপারে খুব স্পর্শকাতর..', হুমায়ুনের 'পাশে' হুমায়ুন !
কমিশনের কড়া ডোজ, দু'য়ে নামল মৃত্যুহীন বুথের সংখ্যা !
কমিশন আগেই বলেছিল, এই সংখ্যা শূন্য গিয়ে পৌঁছবে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সংখ্যা এখন দুটি মাত্র বুথে গিয়ে পৌঁছেছে। হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে একটি করে বুথ। ২,২০৮ বুথ , যেটা বলা হয়েছিল, যেখানে কোনও ডেড ভোটার নেই, ডুপ্লিকেট নেই, ট্রান্সফার ভোটার নেই, সেখানে দক্ষিণ ২৪ পরগনা শীর্ষ ছিল। যখন ৭-এ গিয়ে এই সংখ্যা পৌঁছল, তখন কিন্তু দক্ষিণ ২৪ পরগনার নাম ছিল। এবং এখন দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনায় কিন্তু, এরকম কোনও বুথ পাওয়া যাবে না, যেখানে কিন্তু মৃত নেই। নির্বাচন কমিশন জানিয়েছিল, AI-র মাধ্যমে, সেটা ধরা পড়েছে। অবশ্যই এর মধ্যে গরমিল রয়েছে, কারণ মৃত ভোটার নেই ! ধীরে ধীরে দেখা যাচ্ছে যে, ২,২০৮ থেকে ৪৮০ নামল। তারপর ২৯ থেকে ৭, এবং এবার মৃত্যুহীন বুথ নামল মাত্র ২ টিতে।
প্রথম দফায় কমিশনের কাছে আসে ২২০৮টি বুথের তালিকা
প্রথম দফায় কমিশনের কাছে আসে ২২০৮টি বুথের তালিকা। সেই তালিকায় শীর্ষে ছিল দক্ষিণ ২৪ পরগনা, মৃত্যুহীন বুথ ছিল ৭৬০টি। পূরণের পর সব ফর্ম ফিরে আসার তালিকায় মালদার মাত্র ২টি বুথ। হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় ১টি করে বুথ শুধু মৃত্যুহীন। সোমবার মৃত্যুহীন বুথ ২২০৮, মঙ্গলে ৪৮০, বুধে ২৯, বৃহস্পতিতে কমে ৭। এবার তা আরও নেমে এল।
ভুয়ো ভোটার খুঁজতে AI প্রযুক্তি
ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে AI প্রযুক্তিরও সাহায্য় নেওয়া হচ্ছে। তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিম-ও। পশ্চিমবঙ্গে SIR-এর স্পেশাল রোল অবজার্ভার হিসেবে অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি SIR প্রক্রিয়ার জন্য় ১২ জন অভিজ্ঞ IAS অফিসারকে অবজার্ভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।






















