Mamata Banerjee: নতুন বছরে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল ফের "লক্ষ্মীর ভাণ্ডার"-র কথা ! গঙ্গাসাগর সেতুর শিলান্যাসে গিয়ে কী বার্তা ?
Mamata On Lakshmir Bhandar: আজই বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, "লক্ষ্মীর ভাণ্ডার"-র নিয়ে কী কথা ?

কলকাতা: আজই বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই কর্মসূচিতে গিয়েই তুললেন লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার ৬০ বছর হয়ে গেলেও, কারও কাটা যাবে না। যতদিন বাঁচবেন, ততদিন পাবেন। এরপরেই নাম না করেই মমতার কটাক্ষ, দিল্লির কোনও একজন নেতাদের নেতা, লক্ষ্মীদের বাড়ি থেকে বের হতে দেবেন না, ভোটের দিন। তাঁদের নাকি বন্দি করে রাখবেন। আমি বললাম, লক্ষ্মীদের তো চেনো না ? পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে। এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে। এরা আবার সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারও মা, কারও বোন ..ভুলে গেছে ?! আজকে শাসানি দিচ্ছে, ইজ ইট নট অ্যা ক্রাইম ?! এত বড় ক্রিমিন্যাল অফেন্স?! মেয়েদের বের হতে দেবে না ?' গর্জে ওঠেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন, "মুখ্যমন্ত্রীর হেঁসেলে আগুন.." ! জ্ঞানেশকে মমতার পাল্টা চিঠি শুভেন্দুর, তোপ সজলেরও
এদিকে এসআইআর প্রক্রিয়ায় এআই-র ব্যবহারের কথা নিয়েও , কমিশনকে নিশানা করেছেন তিনি। বলেছেন, শুনুন এখন এআই বেরিয়েছে। 'অনেকসময় দেখবেন আমি নই, কিন্তু আমার ছবি দেখিয়ে, আমার গলা শুনিয়ে, অনেক মিথ্যে প্রচার করতে পারে। প্রত্যেকটা ওদের ফেক ভিডিও আছে। কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না, নিজের বুদ্ধিমত্তা দিয়ে দেখে নেবেন। বিজেপি করতে পারে না, এমন কোনও কাজ সংসারে নেই। এবং মনে রাখবেন যে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে। তাঁদের অধিকার ছিল ৭ নং , ৮ নং ফর্ম ফিলাপ করা। একজন খুনি যদি আইনজীবী নাও পায়, তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআই-কে দিয়ে কাটিয়ে দিয়েছে ! '
এদিকে 'রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক SIR প্রক্রিয়া..', মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চিঠিতে অভিযোগ করেন, 'পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে SIR করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটিই মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে।দায়িত্বপ্রাপ্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের সম্মতি না নিয়ে বা তাঁদের না জানিয়েই IT সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে।SIR প্রক্রিয়ায় স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, তেমনই জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যস্তরের আধিকারিকদের পরিকল্পনারও অভাব রয়েছে। '






















