Bengal SIR Row:SIR-শুনানিতে একই গ্রামের কয়েকশো বাসিন্দাকে ডাকার অভিযোগ, প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিঘিতে অবরোধ-আগুন !
SIR Case Hearing : SIR- শুনানিতে একই গ্রামের কয়েকশো বাসিন্দাকে ডাকার অভিযোগ বর্ধমানে

বর্ধমান : SIR-শুনানিতে একই গ্রামের কয়েকশো বাসিন্দাকে ডাকার অভিযোগ। প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিঘিতে অবরোধ-বিক্ষোভ, বর্ধমান-নবদ্বীপ রোড অবরোধ গ্রামবাসীদের। ৫ কিমির মধ্যে শুনানি কেন্দ্রের দাবি গ্রামবাসীদের। রাস্তায় গাছের গুড়ি ফেলে, আগুন।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে কটূক্তি, কুরুচিকর আক্রমণের অভিযোগ, লেকটাউনে গ্রেফতার BJP নেতা
আইপ্যাক-কাণ্ডের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, যা ঘিরে এখন শুধু রাজ্যই নয়, উত্তাল দেশের রাজনীতিও। অন্যদিকে, SIR-শুনানি ঘিরে সমানে উত্তাপ বাড়ছে এরাজ্যে। নিত্যদিন শুনানির ডাক পাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা, বাড়ছে হেনস্থা, চরমে উঠছে ভোগান্তি। কবি থেকে ক্রিকেটার, প্রাক্তন নৌ সেনা প্রধান থেকে নেতা-অভিনেতা। SIR-এর শুনানিতে ডাক পাচ্ছেন অনেকেই!মহম্মদ শামির পর এবার এই তালিকায় নাম জুড়ল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লারও।
সূত্রের খবর, গত ৭ জানুয়ারি, হাওড়া সালকিয়ার শুনানিকেন্দ্রে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু, বাংলার ক্রিকেট দল নিয়ে ব্যস্ত থাকায় তিনি সেখানে যেতে পারেননি। এই নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে সংশ্লিষ্ট BLO ও ERO-র সঙ্গে। সেখান থেকে তাঁকে সুবিধামতো সময়ে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, ২০০২ সালের ভোটার তালিকায় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার বাবার নাম ছিল না। সেজন্য ম্যাপিংয়ে সমস্যা হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। শুধু প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতনই নন, নথি-যাচাইয়ের শুনানিতে ডাকা হয়েছে প্রাক্তন জাতীয় ফুটবলার কম্পটন দত্ত অলোক মুখোপাধ্য়ায় মেহতাব হোসেনকেও।সোমবার এ নিয়ে ভবানীপুর ক্লাবের ময়দান টেন্টে প্রতিবাদে সামিল হন প্রাক্তন ক্রীড়াবিদদের একাংশ।
তৃণমূলের দাবি নথি যাচাইয়ের ডাক পেয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যও। যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে তারা। সোশাল মিডিয়ায় তৃণমূল লিখেছে,এখানে তাঁরা পড়াশোনা করেছেন। এখানেই তাঁরা পড়িয়েছেন, গড়ে তুলেছেন বাংলা। আজ তাদেরকেই অপরাধীর মতো তলব করা হচ্ছে। এটাই বিজেপির অপমানের রাজনীতি। নির্বাচন কমিশনকে ব্যবহার করে, হয়রানি করে, ভয় দেখিয়ে বাংলার গণতান্ত্রিক কণ্ঠকে মুছে ফেলার অপচেষ্টা করছে বিজেপি। বাংলা দেখছে। বাংলা অটল, মাথা নত করেনি এবং বাংলা এর জবাব দেবে।
এসআইআর শুনানি ঘিরে হেনস্থার অভিযোগ তীব্র হওয়ায় অস্বস্তি বাড়ছে কমিশনের! তথ্য়ে অসঙ্গতির অভিযোগে, নির্বাচন কমিশনের শুনানির নোটিস পেয়েছেন, অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান অ্য়াডমিরাল অরুণ প্রকাশ, দক্ষিণ গোয়ার কংগ্রেস সাংসদ এবং কারগিল যুদ্ধের সৈন্য়, অবসরপ্রাপ্ত ক্য়াপ্টেন ভিরিয়াটো ফার্নান্ডেজ। এরইমধ্য়ে উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়ায়,SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে।






















