Bengal SIR Row : শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত, SSKM-থেকে ছাড়া পান আজই, অসুস্থ BLO-কে নিয়েই CEO দফতরে সামনে বিক্ষোভে TMC পন্থী বিএলওরা
Bengal SIR Row TMC BLO Agitation : অসুস্থ বিএলওকে নিয়ে CEO দফতরে সামনে এনে, ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলও-দের।

রুমা পাল, দক্ষিণ ২৪ পরগনা: SSKM-থেকে আজ ছাড়া পান নামখানার অসুস্থ বিএলও দেবাশিস দাস।অসুস্থ BLO-র শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ সংগঠনের। এদিন সেই অসুস্থ বিএলওকে নিয়ে CEO দফতরে সামনে এনে, ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলও-দের।
আরও পড়ুন, 'কেউ আইনের উর্ধ্বে নয়..', SIR নিয়ে সংসদে সরব, কল্যাণের নিশানায় কমিশন
তৃণমূলপন্থী বিএলও-রা কেন এই বিক্ষোভ দেখাচ্ছেন ? কী তাঁদের দাবি ? মূলত দাবি হচ্ছে ক্ষতিপূরণ। বিএলও দেবাশিস দাস SSKM-এ প্রায় ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসরা জানিয়েছেন, তাঁর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে। ছেলের বক্তব্য, বাবা নামখানার যেখানকার বিএলও, সেখানকার বেশিরভাগ মানুষই পড়াশোনা জানেন না। একটি ফর্মের জন্য তাঁদেরকে একাধিকবার বোঝাতে হয়েছে। এবং তারপরে উর্ধ্বতন কতৃপক্ষের যে চাপ ছিল যে, দ্রুত শেষ করতে হবে, এবং তারপর ডিজিটাইজেশন, মোবাইল তিনি খুব ভাল একটা চালাতে পারেন, এমনটা নয়। এবং তাঁর বয়স ৫৭ বছর। অবসরের তিন বছর বাকি আছে। যথেষ্ট তাঁর উপর চাপ ছিল। এবং যেভাবে তিনি ওই চাপের মধ্যে কাজ করছিলেন, হঠাৎই অসুস্থ বোধ করেন, তারপরেই দেখা যায়, তাঁকে হাসপাতালে ভর্তি করার পর, এই মুহূর্তে তিনি পক্ষাঘাতগ্রস্ত রয়েছেন।..এদিকে তাঁদের বাবাই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে মানুষ। তাই ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।'
কারও কাজের চাপ! তো কারও সময়ে কাজ শেষ করা নিয়ে দুশ্চিন্তা! আর এর জেরেই সম্প্রতি একের পর এক বুথ লেভেল অফিসার বা BLO-র অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে রাজ্যে! ইনি সুমন দাস। উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার ২০৩ নম্বর বুথের BLO। মছলন্দপুরের বাসিন্দা সুমন রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে! পরিবারের দাবি, সময়ে কাজ শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। অসুস্থ BLO-র ভাই অয়ন দাস বলেন, অনলাইনে যে ফর্মগুলো সাবমিট করার, সেটা খুব টাফ। সেটার জন্য় উপযুক্ত জিনিস না দিয়েই এই জিনিসটা করা আমার মনে হয় না উচিত হয়েছে। একটা ফর্ম আপলোড করতে কমপক্ষে ২০-২৫ মিনিট সময় লাগে। ও সেটা নিয়ে খুব টেনসড যে আমি আমার এই কাজটা মনে হচ্ছে সময় মতো জমা দিতে পারব না এবং যার পরিপ্রেক্ষিতে আমি হয়তো সাসপেন্ড হতে পারি। '
হাবড়া থানার IC। এবং হাবড়া ১ নম্বর ব্লকের BDO।একই ধরনের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় কাটোয়া ১৪৭ নম্বর বুথের BLO শুকদেব দাসকে। অসুস্থ BLO শুকদেব দাস বলেন,প্রচণ্ড প্রেশার আপনারা চিন্তা করতে পারবেন না। আমি গত কয়েকদিন ১৪-১৫ ঘণ্টা করে পার ডে কাজ করছি। আর গত ২-৩ দিন ২১ থেকে ২২ ঘণ্টা আমি টানা ঘুমোতে পারি না। সবসময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারব না।






















