Bengal SIR Row : 'আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট', এবার BLO-দের ম্যান মার্কিংয়ের নির্দেশ অভিষেকের
Abhishek On Bengal SIR Row : ভার্চুয়াল বৈঠকে নেতা-কর্মীদের কী বার্তা অভিষেকের ?

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাই, কলকাতা: এবার BLO-দের ম্যান মার্কিংয়ের নির্দেশ অভিষেকের। 'আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের।এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না', সূত্র মারফত খবর, ভার্চুয়াল বৈঠকে নেতা-কর্মীদের এমনটাই বার্তা অভিষেকের।সূত্র মারফত খবর, 'SIR-এর জন্য রাজ্যজুড়ে ৬ হাজার ২০০টি তৃণমূলের ক্যাম্প । ৪ নভেম্বর থেকে এক মাস রাজ্যজুড়ে SIR ক্যাম্প করবে তৃণমূল'। ৩১ জানুয়ারি ধাপে ধাপে এই ক্যাম্প চলবে, নির্দেশ অভিষেকের। 'আমরা মানুষের পাশে আছি, সেই বার্তা দিতে হবে। সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, নির্দেশ অভিষেকের।
BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের। এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না। আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। সূত্রের খবর, SIR নিয়ে বিভিন্ন স্তরের ১৮ হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কার্যত 'ম্যান মার্কিং'-এর নির্দেশ দিলেন তিনি! সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, কোনওরকম অনৈতিক কাজ BLO-রা করলে BLA-দের বাড়তি নজরদারি রাখতে হবে। জানতাম, SIR-এর কৌশলটা বিজেপি নেবে। BLO-দের উপর চাপ তৈরি করা হচ্ছে, যাতে বিজেপিকে সুবিধে করে দেওয়া যায় ও তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলকে সমস্য়ায় ফেলা।
BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের। এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না। আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। সূত্রের খবর, SIR নিয়ে বিভিন্ন স্তরের ১৮ হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কার্যত 'ম্যান মার্কিং'-এর নির্দেশ দিলেন তিনি! বেধে দিলেন গাইডলাইনও। সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, জেলায় জেলায় BLA-1, কে BLA-2 হবেন তা ঠিক করবে। BLA-2, BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন। কারও নাম যেন বাদ না যায়। ১০০% ফর্ম ফিলআপ করে BLO-কে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। BLO-দের এক মিনিটের জন্যও ছাড়বেন না।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, কোনওরকম অনৈতিক কাজ BLO-রা করলে BLA-দের বাড়তি নজরদারি রাখতে হবে। জানতাম, SIR-এর কৌশলটা বিজেপি নেবে। BLO-দের উপর চাপ তৈরি করা হচ্ছে, যাতে বিজেপিকে সুবিধে করে দেওয়া যায় ও তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলকে সমস্য়ায় ফেলা। বিধায়ক-সাংসদদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একটি করে ওয়াররুম চালু করতে হবে। সেখানে ১৫ জন করে থাকবেন। ১০ জন সরাসরি BLA-2 র সঙ্গে যোগাযোগে থাকবেন। বাকি ৫ জন ডেটা এন্ট্রির কাজ করবেন। একটিও বৈধ ভোটার যাতে বাদ না যায়।
BLA 2 যেমন BLO-র ছায়াসঙ্গী হবেন, বিভিন্ন স্তরের নির্বাচনী সুপারভাইজাররা ERO এবং AERO-র সঙ্গে সম্বন্বয় রেখে চলবেন। সূত্রের খবর, দলীয় নেতাদের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, নির্বাচন কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার তালিকায় গরমিল পাওয়া গেলে রাজ্যস্তরকে জানাতে হবে। প্রয়োজনে আইনের দারস্থ হতে হবে।























