(Source: ECI/ABP News/ABP Majha)
Bhai Phota 2022: অগ্নিমূল্য ইলিশ, পিছিয়ে নেই ভেটকি, পাবদা, চিংড়িও, ভাইফোঁটার বাজারে হাত ছোঁয়ানোই দায়
Bhai Phonta 2022: প্রতিপদের পর দ্বিতীয়া। বাংলার ঘরে ঘরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গলকামনা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: কারও ফোঁটা হয়েছে প্রতিপদে, কারও ফোঁটা দ্বিতীয়ায় (Bhai Phota 2022)৷ ভাইয়েদের মঙ্গলকামনা বাংলার ঘরে ঘরে। সাধারণ থেকে সেলিব্রিটি.... ভাইকে ফোঁটা দিলেন সকলেই (Bhai Phonta 2022)। কিন্তু আনন্দ-আবহে কপালে চিন্তার ভাঁজ ফেলল বাজারদর (Price Hike)।
ভাইফোঁটার বাজারে অগ্নিমূল্য মাছ, মিষ্টি
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা...'
প্রতিপদের পর দ্বিতীয়া। বাংলার ঘরে ঘরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গলকামনা। কারও ফোঁটা আবিরে, কারও শিশিরে। কেউ ভাইকে ফোঁটা দেন চন্দনে। ঘি বা দই দিয়েও দেওয়া যায় ফোঁটা। সব শেষে এক থালা মিষ্টি। দুপুরে বা রাতে চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয়।
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দিলেন বোনেরা। কিন্তু দামের দুয়ারে কাঁটা দেবে কে! আনন্দ-আবহে তাই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাজারদর।
ভাইফোঁটা উপলক্ষ্যে মাছের বাজার কিছুটা চড়া। এক কেজি সাইজের ইলিশের দাম ১২০০ টাকা থেকে দেড় হাজার টাকা কেজি। ইলিশের ওজন দেড় কেজির বেশি হলে কেজিপ্রতি দাম ১৮০০-২ হাজার। এছাড়া, ভেটকি ৫০০ থেকে সাড়ে ৫০০, পারশে ৪০০ থেকে ৫০০, ৫০০ থেকে ৬০০ টাকা কেজি পাবদা, তোপসে ৭০০, মাঝারি বাগদা ৮০০ টাকা কেজি।
লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে আগুন ভাইফোঁটার বাজার
মিষ্টিমুখ ছাড়া সম্পূর্ণই হয় না মঙ্গলকামনা। তাই বুধবার সকাল থেকে শহরের মিষ্টির দোকানগুলিতে দিদিদের লম্বা লাইন। চেনা মিষ্টির পাশাপাশি, নতুন ধরনের মিষ্টির চাহিদাও তুঙ্গে৷ তবে ভাইফোঁটার দিনে কোনও বাধাই বাধা নয় বোন বা দিদিদের কাছে। ভাইয়ের জন্য বছরের এই দিনটায় সব কিছু করা যায়।
২৬ অক্টোবর ভাইফোঁটা। ওই দিন দুপুর ২টো বেজে ৪২ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। তাই এ বছর ২৬ এবং ২৭ অক্টোবর, দুই দিনই ভাইফোঁটা পালন করা যাবে। তবে ২৬ অক্টোবর দ্বিতীয় তিথি শুরু হওয়ার পরই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আদর্শ সময় বলে মনে করা হচ্ছে। পুরোহিতরা বলছেন, ভাইফোঁটার অপরাহ্ণ কাল ২৬ অক্টোবর দুপুর ১টা বেজে ১২ মিনিট থেকে ৩টে বেজে ২৭ মিনিট পর্যন্ত।