Bhangar Chaos: ভাঙড়ে অশান্তির আগুন, গ্রেফতার ৯, জামিন অযোগ্য ধারায় মামলা
South 24 Parganas: বৈরামপুরে মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের বাইক।

পার্থ প্রতিম ঘোষ, ভাঙড়: মুর্শিদাবাদে আগুন নেভার আগেই ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে আগুন জ্বলেছে। কলকাতায় আসার পথে আইএসএফ সমর্থকদের পুলিশের বাধা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের এই অশান্তির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মুর্শিদাবাদের পর ভাঙড়েও ওয়াকফ-বিক্ষোভে অশান্তির আগুন। উত্তর কাশীপুর ও চন্দনেশ্বর থানা এলাকা থেকে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর কাশীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৮ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধাদান-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। চন্দনেশ্বর থানার পুলিশের হাতে ধৃত একজনের বিরুদ্ধেও একই ধারায় রুজু হয়েছে মামলা।
ওয়াকফ-বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ এখনও পুরোপুরি ঠাণ্ডা হয়নি। তার মধ্য়েই অশান্তির আগুন জ্বলল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে শোনপুরে। জঙ্গিপুর, আমতলার মতো ভাঙড়েও হিংসাত্মক চেহারা নিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। ভাঙড়ের শোনপুরে রাস্তার ওপর আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে। উল্টে দেওয়া হয় পুলিশের ভ্য়ান। নির্বিচারে চলে দুষকৃতী-রাজ। পুলিশের পাঁচটি মোটরবাইকে আগুন লাগানো হয়। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন জখমও হন। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হচ্ছিল ভাঙড়। কলকাতার রামলীলা পার্কে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির সভায় যোগ দিতে ভাঙড়, মিনাখাঁ থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী, সমর্থকরা। বৈরামপুরে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগোতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। দুপুরে পুলিশের বাধায় বিক্ষোভকারীদের ফিরে যেতে হয়। কিন্তু, বিকেল হতে না হতেই এই ঘটনার আঁচ গিয়ে পড়ে ভাঙড়ে। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর বাজার এলাকা।
এদিকে থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ানে উপদ্রুত এলাকা গতকাল পরিদর্শন করেন CRPF-এর IG বীরেন্দ্রকুমার শর্মা। বলেন, ঘরছাড়াদের আস্থা ফেরানোই লক্ষ্য, শান্তি ফেরাতে কড়া পদক্ষেপ করা হবে। কোনও প্ররোচনায় পা না দেওয়ার আবেদনের পাশাপাশি, অলিগলিতে আধা সেনাকে টহল দেওয়ার নির্দেশ দিয়েছেন CRPF-এর IG. সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহল দিচ্ছে পুলিশও। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে দোকান, বাজার বন্ধ। ভাঙাচোরা, পোড়া জিনিস সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে।






















