এক্সপ্লোর
Bharat bandh LIVE updates : ধর্মঘটিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি , পাইকপাড়ায় কাটাকুটি খেললেন বাম কর্মী-সমর্থকরা
Nationwide strike : প্রথম দিন অবরোধের জেরে উত্তেজনা ছড়াল শহরের উত্তর থেকে দক্ষিণে। ব্যর্থ হয়েছে ধর্মঘট, কটাক্ষ তৃণমূলের।
Key Events

বামেদের ডাকা ধর্মঘট
Background
Bharat Bandh enters day 2 : কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনের ধর্মঘট ( Nationwide strike by central trade unions )। দেশজুড়ে দু’দিনের ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছিল এরাজ্যের জায়গায় জায়গায়। অবরোধ-ভাঙচুর-জোর করে দোকান বন্ধের চেষ্টা। বাদ যায়নি কিছুই।
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটে প্রভাব পড়ে ব্যঙ্কিং পরিষেবায়। সোমবার কলকাতার ডালহৌসিতে বিভিন্ন ব্যাঙ্কের আঞ্চলিক সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় বাম সংগঠনগুলি। ATM পরিষেবা ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর পাশাপাশি বামেদের ডাকা ধর্মঘট (Bharat Bandh )ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ছবিও উঠে এসেছে শহরজুড়ে। জায়গায় জায়গায় রাস্তা অবরোধের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সপ্তাহের প্রথম কাজের দিনে এইভাবে রাস্তা আটকে রাখায়, চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। দ্বিতীয় দিনটাও শুরু হল অবরোধ ও মিছিল দিয়েই।
শহর কলকাতা থেকে
12:46 PM (IST) • 29 Mar 2022
Bangla Bandh Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের।
12:33 PM (IST) • 29 Mar 2022
Bharat Bandh : দাসপুরে রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মীরা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মীরা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















