Bhaskar Ghosh: গর্ভপাত, শ্লীলতাহানির অভিযোগ, সংশয়ী আদালত, রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর
Calcutta High Court: গ্রেফতার না করা গেলেও, ভাস্করের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ।
কলকাতা: সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে এবার রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের অনুমতি ছাড়া তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ভাস্করের বিরুদ্ধে জোর করে গর্ভপাত, শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে।
পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের হয় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করের বিরুদ্ধে। কিন্তু অভিযোগের ধরন নিয়ে সংশয়ী কলকাতা হাইকোর্ট
তাই রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্ত বলে জানান বিচারপতি সিনহা। গ্রেফতার না করা গেলেও, ভাস্করের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। (Bhaskar Ghosh)
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে শামিল ভাস্কর। পাণ্ডবেশ্বর থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছিল। এক তরুণীর গর্ভপাত থেকে শ্লীলতাহানি, মারধরের অভিযোগও ছিল। বুধবার হাইকোর্টে সেই নিয়ে শুনানি চলছিল। সেখানেই ভাস্করকে গ্রেফতার করা যাবে না বলে জানায় আদালত। তবে পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে এবং তদন্তে ভাস্করকেও পূর্ণ সহযোগিতা করতে হবে বলে জানান বিচারপতি সিনহা। (Calcutta High Court)
গত মাসে পাণ্ডবেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাস্কর। সেই অনুষ্ঠানে ধুন্ধুমার বাধলে ভাস্করের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তিনি মারধরও করেন বলে অভিযোগ দায়ের হয়। এমনকি ধাক্কাধাক্কিতে চলাকালীন পড়ে গিয়ে এক মহিলার গর্ভপাত হওয়া নিয়েও মামলা দায়ের হয়।
এর পর ভাস্করের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় জোর করে গর্ভপাত, শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এর পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাস্কর। মামলা দায়ের করেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। শুনানি চলাকালীন, এদিন বিচারপতি সিনহা বলেন, "আদালতের অনুমতি ছাড়া ভাস্কর ঘোষকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে পুলিশ।" (Sangrami Joutha Mancha)
আরও পড়ুন: Bird Flu: পাঁচ বছর পর ফিরল বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত বাংলার এক শিশু, WHO-র রিপোর্টেও উল্লেখ
তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন ভাস্কর। আদালতও এদিন ভাস্করের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে সংশয় প্রকাশ করে। আদালত জানায়, যে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে সংশয়ের যথেষ্ট কারণ আছে। পুলিশ ভাস্করের বিরুদ্ধে তদন্তের অনুমতি চালিয়ে যেতে পারবে বলে যদিও জানিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জুলাই।