Cyber Crime : অ্যাকাউন্ট সাফ করে দিয়েছিল ডিজিট্যাল-ডাকাতরা ! ৩০ জনকে টাকা ফেরাল পুলিশ
Digital Arrest : আশার আলো দেখিয়ে, বিধাননগরে ৩০ জন প্রতারিতর টাকা ফেরত দিল বিধাননগর পুলিশ কমিশনারেট।

আবির দত্ত, রঞ্জিত সাউ, কলকাতা : কখনও KYC আপডেট, কখনও দিল্লি পুলিশের অফিসারের নাম করে ভয় দেখিয়ে, কখনও চাকরি দেওয়ার নাম করে বিগত কয়েক মাসে বিধাননগরে একের পর এক সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকী রেলের টিকিট কিনতে গিয়েও সাইবার প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। অনলাইন প্রতারণার অভিযোগ এমন একটা পর্যায়ে পৌঁছায় যে প্রধানমন্ত্রী নিয়ে 'মন কি বাত'-এ সতর্ক করে দেন । তারপরও মানুষ বারবার পড়েছেন ডিজিট্যাল প্রতারকদের নিত্যনতুন ফাঁদে। আর খুইয়েছেন সর্বস্ব। সম্প্রতি অনলাইন প্রতারণা চক্রের কয়েকটি গ্যাংকে জালে ফেলে পুলিশ। অনলাইন প্রতারকদের কাছে সিম কার্ড বিক্রি করার অনৈতিক চক্রের পাণ্ডাদের ধরেছে এ রাজ্যের পুলিশ। এরপর আশার আলো দেখিয়ে, বিধাননগরে ৩০ জন প্রতারিতর টাকা ফেরত দিল বিধাননগর পুলিশ কমিশনারেট।
সাইবার প্রতারণার শিকারদের ২ কোটি ৫ লক্ষ ২৩ হাজার টাকা ফেরত দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। বাকি প্রতারিতদেরও টাকা ফেরতের চেষ্টা চলছে বলে বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ৩০ জনের ২ কোটি ৫ লক্ষ ২৩ হাজার টাকা ফেরত দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।
কেউ প্রতারিত হয়েছেন কাজ পাওয়ার প্রলোভনে পা দিয়ে, কেউ আবার সিবিআই-পুলিশের ভয় পেয়ে। দেখা গিয়েছে, মূলত বয়স্কদের টার্গেট করছে প্রতারকরা। কেওয়াইসি আপডেটের নাম করে অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে ডিজিট্যাল-ডাকাতরা। এই রকম ৩০ জন সাইবার প্রতারণার শিকার মানুষকে সোমবার টাকা ফিরিয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। বাকি প্রতারিতদেরও টাকা ফেরতের চেষ্টা চলছে বলে বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।
আরও পড়ুন, তাপসীর TMC যোগে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, বললেন, 'জঞ্জাল এবার ভাগাড়ে গেছে..' !






















