Murshidabad: জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কের ওপর বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১
Murshidabad News: সকাল ৭টা নাগাদ জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কের ওপর তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালককে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
রাজীব চৌধুরী, ডোমকল (মুর্শিদাবাদ): সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা (fatal accident) মুর্শিদাবাদে (Murshidabad)। বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে (Bike and Bus head on collision) মৃত্যু হল একজনের।
ডোমকলে ভয়াবহ বাস-বাইক দুর্ঘটনা
মুর্শিদাবাদের ডোমকলের নাজিরপুরে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাস উল্টে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। জলঙ্গি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। অন্যদিকে, ইসলামপুর থেকে জলঙ্গি বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।
সকাল ৭টা নাগাদ জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কের ওপর তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালককে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Howrah News : হাওড়া স্টেশনে নেমেই সর্বস্ব লুঠ ! বিশ্বাস করে সব খোয়ালেন বৃদ্ধ দম্পতি
মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা
অন্যদিকে গত শুক্রবার রাতে মা উড়ালপুল এবং এজেসি বসু রোডের সংযোগ স্থলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে মোটর সাইকেলটি।
দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, মোটর সাইকেলের পিছনের আসনে বসে থাকা ব্যক্তি উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান বলে জানিয়েছে পুলিশ। বেঘোরে মৃত্যু হয়েছে তাঁর। মোটর সাইকেলের চালকের আসনে বসে থাকা ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া গত রবিবার দেওঘরের রোপওয়েতে দুর্ঘটনা ঘটে (deoghar ropeway accident)। সূত্রের খবর, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে প্রাথমিকভাবে ফেঁসে ছিলেন ৪৮ জন যাত্রী। তাঁদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের তরফে সেনা ও আধা সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছিল। সাহায্য নেওয়া হয় বায়ুসনার (air force ) হেলিকপ্টারের।