(Source: Poll of Polls)
West Midnapore: ঘাটালের রানির বাজার এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত বাইক চালক, আহত ২
West Midnapore News: সূত্রের খবর, ওই তিন ব্যক্তি একটি বাইকে করে ক্ষীরপাইয়ের দিক থেকে ঘাটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ রানির বাজার মোড়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সামলাতে না পেরে তিনজনই পড়ে যান।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত এক বাইক চালক। দুর্ঘটনায় আহত হয়েছেন দু'জন (2 injured)।
স্থানীয় সূত্রে খবর, গতকালর অর্থাৎ ১৬ নভেম্বর ভোররাতে ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের ঘাটাল রানির বাজার এলাকায় ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি। ঘটনায় মৃত্যু হয়েছে ১ বাইক চালকের, আহত ২ জন। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় ঘাটাল থানার পুলিশ। মৃত বাইক চালকের নাম শুভ জানা। ২৮ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি দাসপুর থানা এলাকায়। আহত দুই ব্যক্তির নাম সুমন চক্রবর্তী ও অংশুমান বেড়া। সুমন চক্রবর্তীর বাড়ি দাসপুর থানা এলাকায় এবং অংশুমান বেড়ার বাড়ি ঘাটাল থানার এলাকায়।
আরও পড়ুন: Malda News: বিয়ের বেনারসি, লেহেঙ্গা সহ গ্রেফতার তিন চোর, পুলিশের ভূমিকায় খুশি বৃদ্ধ দম্পতি
স্থানীয় সূত্রের খবর, ওই তিনজন ব্যক্তি একটি বাইকে করে ক্ষীরপাইয়ের দিক থেকে ঘাটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ রানির বাজার মোড়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সামলাতে না পেরে তিনজনই পড়ে যান। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। বাকি আহত দুই ব্যক্তিকে ঘাটাল থানার পুলিশ এসে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
অন্যদিকে চন্দ্রকোণা রোডে আরও একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। চন্দ্রকোণা রোডে এক যুবককে মাল বোঝাই লরি পিষ্ট করে দেয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রথমে বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারে ঘাতক লরিটি। এরপর বাইক আরোহী লরির তলায় পড়ে গেলে তার ওপর থেকেই চালিয়ে দেওয়া হয় লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। তবে যুবকের সঠিক পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে নিহতের বাড়ি বাঁকুড়ায়। দুর্ঘটনার ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
এদিন সকালে চিংড়িঘাটায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ২৬ বছরের যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।