Malda News: বিয়ের বেনারসি, লেহেঙ্গা সহ গ্রেফতার তিন চোর, পুলিশের ভূমিকায় খুশি বৃদ্ধ দম্পতি
Malda Crime News:বাড়ির মালিক আরও জানান, বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে,তাই নতুন জামা কাপড় কেনা হয়েছিল। বিয়ের প্রস্তুতির খোঁজখবর জানতে পেরেই হানা দিয়েছিল চোরের দল।
অভিজিৎ চৌধুরী, চাঁচল: বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি। অথচ কেউ নেই বাড়িতে। ঝোপ বুঝে কোপ মারার তালে ছিল চোরের দল। সুযোগ বুঝে বিয়ের খবর পেয়ে বাড়িতে হানা দিয়েছিল চোরের দল! চুরি যায় বেশ কিছু সামগ্রী।অভিযোগ দায়েরের একদিনের মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ।
বিয়ের ঠিক আগেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল মালদহের চাঁচল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে চাঁচল শহরের আদর্শ পল্লী এলাকায়।অভিযোগের একদিনের মাথায় চুরি যাওয়া সামগ্রী ফেরত পাওয়ায় পুলিশের ভূমিকায় আপ্লুত বৃদ্ধ দম্পতি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ধৃতরা হল চাঁদ সেখ, আমিরুল সেখ(১৯),মানিক সেখ(৩৬)প্রত্যেকেই চাঁচল এলাকার বাসিন্দা।।তাদের মধ্যি একজন দাগী চোর বলে পুলিশের দাবি।
অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বাড়ির মালিক আফসার আলী জানান, গত শনিবার তাঁরা বিশেষ কাজে শহরের বাইরে গিয়েছিলেন।পরের দিন প্রতিবেশীদের ফোন মারফত জানতে পারেন, বাড়িতে চুরি হয়েছে।তিন-তিনটি দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেদের দল। আলমারি ও বাক্স ভেঙে মূল্যরবান জিনিসের খোঁজ করলেও তা পায়নি তারা। অবশেষে লাল টুকটুকে বেনারসি শাড়ি ও লেহেঙ্গা নিয়ে চম্পট দেয় চোরেরা। তবে আরোও বেশ কিছু সামগ্রী হাতিয়ে নিয়ে পালায় চোরের দল।সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার সামগ্রী চুরি যায় বলে অভিযোগ করেছিলেন বাড়ির মালিক।
বাড়ির মালিক আরও জানান, বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে,তাই নতুন জামা কাপড় কেনা হয়েছিল। বিয়ের প্রস্তুতির খোঁজখবর জানতে পেরেই হানা দিয়েছিল চোরের দল। কিন্তু শেষরক্ষা হল না। পাকড়াও করা হল তাদের।
গত সোমবার চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মালিকের তরফে।অভিযোগ পাওয়ার একদিন পরেই পুলিশ চুরি যাওয়া বেনারসি, লেহেঙ্গা সহ তিনজন চোরকে গ্রেফতার করে।পুলিশ জানায়,বুধবার ধৃত তিনজনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
অভিযোগের একদিনের মাথায় পুলিশের এইরকম তৎপরতা দেখে চাঁচল থানার পুলিশ প্রশংসার বন্যািয় ভাসিয়ে দিয়েছে এলাকাবাসী।