Birbhum: ফের নিশানায় পুলিশ, সৌমিত্রর পর এবার বিতর্কে বীরভূমের জেলা বিজেপি সভাপতি
BJP: দলীয় কর্মী খুনে প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে বেলাগাম মন্তব্য বীরভূমের বিজেপি জেলা সভাপতির।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিষ্ণুপুরের বিজেপি সাংসদের পর এবার বীরভূমের বিজেপি জেলা সভাপতি। পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ধ্রুব সাহা। দলীয় কর্মী খুনে প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে বেলাগাম মন্তব্য বীরভূমের বিজেপি জেলা সভাপতির।
কী বলেছেন ওই নেতা:
বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'বিজেপি আসছে, তাই ওসি সাহেব বলছি সাবধান হয়ে যান। সাবধান হয়ে যান, তৃণমূলের কথায় থানা চলতে দেব না। তৃণমূলের কথায় থানা চললে থানার গেট বন্ধ করে দেব। স্তব্ধ করে দেব থানা। আমরা এখনও বেঁচে আছি। বিজেপি এখনও রাজপথে আছে।'
সৌমিত্র খাঁ-র পর ধ্রুব সাহা। পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন আরেক বিজেপি নেতা। বেফাঁস মন্তব্য করে এবার বিতর্কে বীরভূমের জেলা বিজেপি সভাপতি। ২৪ এপ্রিল নলহাটিতে খুন হন চিকিৎসক ও বিজেপি নেতা মদনলাল চৌধুরী। সেই ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে মঙ্গলবার নলহাটি থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। সেখান থেকেই পুলিশকে সরাসরি হুমকি দেন বীরভূমের জেলা বিজেপি সভাপতি।
একদশক আগে, এরকমই পঞ্চায়েত ভোটের আগে, এই বীরভূমে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দিতে শোনা গেছিল জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। পুলিশকে বোমা মারতে বলেছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তারপরও বারবার পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। তারপরেও বারবার নানাসময় অনুব্রত মন্ডলের বক্তব্য ঘিরে বিতর্ক হয়েছে। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে। তাঁর জেলায় বিজেপির গলাতেও শোনা যাচ্ছে সেই একই সুর। যা নিয়ে এখন আবার সমালোচনায় সরব তৃণমূল। বীরভূমে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'তিনি যদি মনে করেন রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়বেন এবং আইনশৃঙ্খলাহীন পরিস্থিতি তৈরি করবেন তা হবে না। অনুব্রত মন্ডল না থাকলেও ওঁর টিম সক্রিয় আছে। এসব বরদাস্ত করা হবে না।'
কয়েকদিন আগেই বাঁকুড়ার সোনামুখী থানার আইসি-কে হুমকি দিয়ে বিতর্কে জড়ান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেছিলেন, 'আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোরও পরিবার আছে আমরাও দেখে নেব। তোরা এই গ্রাম বাংলার মায়েদেরকে হুমকি দিবি তোর ঘরে মা-বোন নেই আইসি? তোর ঘরে আইসি মা-বোন নেই? এই আইসিকেও আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাব। ওকে কীভাবে ব্যবস্থা করতে হয় তার যেভাবে দুর্নীতি হয়েছে আমরা দুর্নীতি তুলে ধরব।' তার রেশ কাটতে না কাটতেই এবার থানার ওসিকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের বিজেপি নেতা ধ্রুব সাহা।
আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন