Child Trafficking : সদ্য়োজাত কন্য়াসন্তান বিক্রি ৭৫ হাজার টাকায় ! শিশু বিক্রির অভিযোগ, মা সহ গ্রেফতার একাধিক, পূর্ব মেদিনীপুরের পর বীরভূম
Birbhum News : ঘটনায় শিশুর মা, ২ মিডলম্য়ান, নার্সিংহোমের ২ কর্মী সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর আদালত।
ভাস্কর মুখোপাধ্য়ায় ও আবির ইসলাম, বীরভূম : পূর্ব মেদিনীপুরের পর এবার বীরভূম ! ফের উঠল শিশু বিক্রির অভিযোগ (Child Trafficking Allegation)। কন্য়াসন্তানকে বিক্রির অভিযোগে, মা সহ ৭ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। গোটা বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফের শিশু বিক্রির অভিযোগ। ৭৫ হাজার টাকায় বিক্রি হয়ে গেল সদ্য়োজাত কন্য়াসন্তান (Girl Child)। শিশুর মা সহ ৭ জনকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ (Lavpur Police Station)। পুলিশ সূত্রে খবর, গত ২১ সেপ্টেম্বর লাভপুর থানায় খবর আসে, কুরুন্নাহার গ্রামে এক দম্পতির বাড়িতে এক সদ্য়োজাত শিশু সন্তান এনেছে। খবর পেয়ে বাড়িতে যায় পুলিশ।
পুলিশের দাবি, ওই পরিবার শিশুকন্য়াকে দত্তক নিয়েছে বলে দাবি করলেও, কোনও কাগজ পত্র দেখাতে পারেননি। তাঁদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তদের জিজ্ঞেস করে উঠে আসে আউশগ্রাম ও সাঁইথিয়ার ২ মিডলম্য়ানের নাম। এই দুই মিডলম্য়ানের সূত্র ধরেই শিশুর পরিবারের খোঁজ পায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে, বোলপুরের এক নার্সিংহোমের দুই কর্মীর কাছে মাত্র ২৫ হাজার টাকায় শিশুকে বিক্রি করেছিল তাঁর মা। অভিযোগ, সেই কর্মীদের থেকেই ৭৫ হাজার টাকায় সদ্য়োজাতকে কেনে লাভপুরের এই পরিবার।
ঘটনায় শিশুর মা, ২ মিডলম্য়ান, নার্সিংহোমের ২ কর্মী সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর আদালত (Bolpur Court)। গোটা বিষয়ে আদ্য়াশক্তি নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন- দিনতিনেক নিখোঁজ থাকার পর ডুডুয়া নদীর পার থেকে উদ্ধার কিশোরীর বস্তাবন্দি দেহ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন