Birbhum News: বীরভূমের TMC-র প্রথম সারির নেতার বাড়িতে ED-র হানা, ৪০ লক্ষ টাকা উদ্ধার, অর্ধেক অর্থের 'নেই হিসাব' !
Birbhum ED Raid On TMC Leader: বীরভূমে পাইকর কিষাণ মান্ডিতে ইডির হানা, স্ক্যানারে তৃণমূল নেতা

বীরভূম: বীরভূমে ফের ইডির অভিযান। পাইকর কিষাণ মান্ডিতে ইডির হানা। বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ৪০ লক্ষ টাকা। ২০ লক্ষ টাকার হিসাব দেন তৃণমূল নেতা, কিন্তু বাকি ২০ লক্ষ টাকার হিসাব দিতে পারেননি, সূত্রের খবর। যে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করে ২০ লক্ষ টাকা পান সেই শাসক নেতা, সেই কিষাণ মান্ডিতে হানা ইডির।
আরও পড়ুন, নাকের মাধ্যমে যায় মস্তিষ্কে, ব্রেন করে অকেজো, কেরলে মৃত ১৯ , রাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















