Birbhum News: ছাত্রদের 'সুশিক্ষা দিতে' পাড়ায় পাড়ায় মাইকিং শিক্ষকদের! সরকারি স্কুলে পাঠানোর আর্জি
Birbhum School News:
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: লাভপুরের সরকারি স্কুলে ছাত্র ভর্তি করাতে পাড়ায় পাড়ায় মাইকিং শিক্ষকদের। অভিভাবকদের কাছে কারত আবেদন তাদের ছেলে মেয়েদের যেন স্কুলে পাঠানো। এমনকি সুশিক্ষিত করার দায়িত্বও শিক্ষকরা নেবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে। বিরোধীদের বক্তব্য সরকারের শিক্ষা ব্যবস্থার প্রতি চরম উদাসীনতার জন্য এটা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ে ছিল না কোনও স্থায়ী শিক্ষক। তাই স্কুলে পড়ুয়াদের উপস্থিতি কমতে থাকে। যার জেরে কয়েকটি ক্লাসে পঠনপাঠনও প্রায় বন্ধ হয়ে গিয়ে ছিল লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। তারপরই এই স্কুলে তিনজন স্থায়ী শিক্ষক ও একজন শিক্ষাকর্মী নিযুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং করে স্থানীয় পড়ুয়াদের স্কুলে ভর্তি করানোর আবেদন জানাচ্ছেন।
লাভপুরের হাঁসুলি বাঁকের কাছে অবস্থিত পশ্চিম কাদিপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের হাল ফেরাতে এইভাবেই মাঠে নামলেন সদ্য যোগদানকারী শিক্ষকরা। পশ্চিম কাদিপুর গ্রামে জুনিয়র হাইস্কুলে অতিথি শিক্ষক দিয়ে পড়াশোনা চলছিল। অতিথি শিক্ষকরা অবসর নিলে কার্যত বন্ধ হয়ে যায় পঠনপাঠন। ধীরে ধীরে স্কুল ছাড়তে থাকে পড়ুয়ারা। তবে কিছুদিন আগে তিনজন স্থায়ী শিক্ষক নিযুক্ত হয়েছেন। তারপরই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা হাতে মাইক নিয়ে অভিভাবকদের কাছে আবেদন রাখেন, অভিভাবকরা যেন তাঁদের ছেলেমেয়েদের এই স্কুলে ভর্তি করেন।
আরও পড়ুন, ২০২৫-এ শাস্তি দিতে আসছেন শনিদেব, ৩ রাশির জীবন তোলপাড়, পর পর বাধা
জানা গিয়েছে মস্তুলি, কালিকাপুরডাঙা, মস্তল আদিবাসী পাড়া, স্বরপুকুরডাঙা ও কাদিপুরে পড়ুয়াদের সঙ্গে নিয়ে গিয়ে মাইকিং করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লাভপুর ব্লকের শিক্ষানুরাগীরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রদেব পাল বলেন, দীর্ঘ সময় এখানে স্থায়ী শিক্ষক ছিল না। এখন সেই অভাব মিটেছে। এবার পড়ুয়ারা ভর্তি হলে হাঁসুলি বাঁকের স্মৃতি বিজড়িত বিদ্যালয়টি আবার স্বাভাবিক হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে