Rampurhat Teacher Beaten: ফের স্কুলের প্রধান শিক্ষককে মারধর, লাথি-কিল-চড়-ঘুষি, ছিঁড়ল শার্ট-ব্যাগ, এ কী দৃশ্য!
Birbhum School Teacher Beaten: পুলিশের সামনেই চলে লাথি-কিল-চড়-ঘুষি। মারধরের জেরে প্রধান শিক্ষকের শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের স্কুলের প্রধান শিক্ষককে মারধর। সপ্তম শ্রেণির ছাত্রী খুনের ঘটনায় উত্তাল রামপুরহাট। স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে মারধর গ্রামবাসীদের।
পুলিশের সামনেই চলে লাথি-কিল-চড়-ঘুষি। মারধরের জেরে প্রধান শিক্ষকের শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ধাওয়া করেন গ্রামবাসীরা। বাকি শিক্ষকদের স্কুলেই তালাবন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ
২০ দিন ধরে নিখোঁজ থাকার ওই ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয়। তারপরই স্কুলে শিক্ষককে মারধর গ্রামবাসীদের।
প্রেক্ষাপট
নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার ঘিরে রামপুরহাটে চাঞ্চল ছড়ায়। রামপুরহাটের কালিডাঙা জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি টুকরো করা দেহ। এই ঘটনায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। অভিযুক্ত ফিজিক্সের শিক্ষকের বিরুদ্ধে, খুন, অপহরণ, তথ্য প্রমাণ লোপাটের ধারায় রুজু হয়েছে মামলা। ধৃত শিক্ষকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে, কর্মসূত্রে থাকতেন বীরভূমের রামপুরহাটে। অভিযোগ, ২৮ অগাস্ট বাড়ি থেকে রামপুরহাটে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। ওই স্কুল শিক্ষকের উপর শুরু থেকেই কেন সন্দেহ ছিল নিহত ছাত্রীর পরিবারের?
এর আগে কাকদ্বীপে ফের শিক্ষাঙ্গনে শিক্ষক-শাসন শাসকের ঘটনা ঘটে। কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাড়া করে মার তৃণমূল নেতার। পড়ুয়াদের সামনেই ঘাড়ধাক্কা দেওয়া হয়। কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের অনুমতি নিয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, স্কুল পরিচালন সমিতিকে জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অন্যদিকে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুইয়ের দাবি, পরিচালন সমিতিকে অন্ধকারে রেখে পড়ুয়াদের থেকে টাকা তুলেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রতিবাদ করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই প্রথমে তাঁকে মারতে উদ্যত হন বলে তৃণমূল নেতার দাবি।






















