Birbhum News: শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার ভূগোলের শিক্ষক
বৃহস্পতিবার সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক দেবাশিস খাগ দেরি করে স্কুলে পৌঁছন। স্কুলের প্রধান শিক্ষক আশিস গড়াই তাঁকে হাজিরা খাতায় সই করতে বাধা দেন। শুরু হয় দুজনের মধ্যে বচসা।
এরশাদ আলম, বীরভূম: নদিয়ার কৃষ্ণনগরের পর শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ উঠল বীরভূমে (Birbhum)। প্রধান শিক্ষককে (Hear Master) আক্রমণে উদ্যত হতেই বাধা দিতে যান শিক্ষাকর্মী। আর বাধা দেওয়ায় শিক্ষাকর্মীকে কিল, চড়, লাথি, ঘুষি মারেন অভিযুক্ত শিক্ষক। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষাকর্মীকে ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
স্কুলের পক্ষ থেকে যা জানা যাচ্ছে-
স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক দেবাশিস খাগ দেরি করে স্কুলে পৌঁছন। দেরি হওয়ার কারণে স্কুলের প্রধান শিক্ষক আশিস গড়াই তাঁকে হাজিরা খাতায় সই করতে বাধা দেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দুজনের মধ্যে বচসা। প্রধান শিক্ষকের অভিযোগ, এরপরই তাঁকে আক্রমণ করতে উদ্যত হন দেবাশিস খাগ নামে ওই শিক্ষক। তখনই তাঁকে বাধা দিতে যান স্কুলের শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারি। আর তারপরই ওই শিক্ষাকর্মীকে মারধর করেন অভিযুক্ত শিক্ষক। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দেবাশিস খাগকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারিকে ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন - Birbhum: মিলল না উপাচার্যের দেখা, রাতভর অপেক্ষাই সার বিশ্বভারতীর পাঠভবনের মৃত ছাত্রের পরিবারের
এই ঘটনা প্রসঙ্গে আহত শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারি বলেন, 'দেরি করে বিদ্যালয়ে এসেছিলেন দেবাশিসবাবু। প্রধান শিক্ষক অন্য একজন শিক্ষাকর্মীকে হাজিরা খাতা সরিয়ে নিয়ে যেতে বলেন। এরপরই ভূগোলের শিক্ষক দেবাশিস খাগ হঠাৎই প্রধান শিক্ষকের উপর চড়াও হতে যান। আমি সঙ্গে সঙ্গে বাধা দিই। তখনই আমার নাকে ঘুষি মারেন প্রথমে। তারপর আমাকে মাটিতে ফেলে লাথি মারেন। প্রচণ্ড রক্তপাত হয়েছে। গত বেশ কিছুদিন ধরেই তিনি এই ধরনের আচরণ করছেন সকলের সঙ্গে।'
এই প্রসঙ্গে অজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস গড়াই বলেন, 'শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী এগারোটা পাঁচের মধ্যে সবাইকে স্কুলে আসতে হবে। কিন্তু দেবাশিস খাগ গতকাল এগারোটা পনেরো নাগাদ বিদ্যালয়ে আসেন। আমি তাঁকে বলি দেরি হওয়ার করাণে আজকে আপনাকে অনুপস্থিত থাকতে হবে। এই কথা শোনার পরই হঠাৎ তিনি আমাকে আক্রমণ করতে যান। সেই সময় স্কুলের শিক্ষাকর্মী আমাদের সহকর্মী অভিজিৎ ভাণ্ডারি আমাকে বাঁচাতে এলে দেবাশিস খাগ তাঁকে প্রথমে নাকে ঘুষি মারেন। তারপর কিল, লাথি, মারতে থাকেন। রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স ডেকে আমরা তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করি। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সিউড়ি থানায় দেবাশিস খাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।' অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনায় ফের প্রশ্নের মুখে শিক্ষকদের ব্যবহার।