Birbhum News: বাবা-মাকে বাঁচাতে গিয়ে দাদার হাতে 'খুন' ভাই! শোকস্তব্ধ গোটা এলাকা
Crime News:শরিকি বিবাদে প্রাণহানি। অভিযুক্ত বাব-মায়ের উপর হামলা করেছিলেন বলে অভিযোগ। বাঁচতে ছোট ছেলেকে ডাকেন বাবা-মা
ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: শরিকি বিবাদে প্রাণহানি। পারিবারিক কলহের (Family Feud) জেরে প্রাণহানির ঘটনা ঘটল বীরভূমের নানুরে। শনিবার রাতে নানুর থানার গোয়ালপাড়া গ্রামে পরিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হলেন ভাই। মৃতের নাম যাদব ঘোষ (৩৮)।
কী ঘটনা ঘটেছে?
সূত্রের খবর, নানুরের (Nanur News) গোয়ালপাড়া গ্রামে একই বাড়িতে আলাদা আলাদ থাকত ঘোষ পরিবার। বাড়ির একদিকে আলাদা থাকতেন দাদা মানব ঘোষের পরিবার। বাড়ির অন্যদিকে থাকতেন ভাই যাদব ঘোষের পরিবার। দুই ভাই আলাদা থাকলেও, ছোটভাই যাদব ঘোষের সঙ্গেই থাকতেন তাঁদের বাবা-মা। বিভিন্ন কারণেই ঝগড়া হতো বলে সূত্রের খবর।
নিহত যাদব ঘোষের বাবা বৃন্দাবন ঘোষ জানিয়েছেন তাতে শিউরে উঠেছেন সকলে। তিনি জানান, ভোর তিনটে নাগাদ তাঁদের বড় ছেলে তাঁদের উপর হামলা করে। একটি ধারাল অস্ত্র নিয়ে বাবা-মার উপরেই হামলা করেছিল বড় ছেলে মানব ঘোষ। সেই সময় তিনি ও তাঁর স্ত্রী শুয়েছিলেন বলে জানান বৃন্দাবন ঘোষ। মানব তাঁদের বেধরক মারধর করে জানান তিনি। প্রাণে বাঁচতে ছোট ছেলের নাম ধরে ডাকাডাকি শুরু করেন বৃন্দাবন ঘোষ এবং তাঁর স্ত্রী অনিমা ঘোষ। বাবা-মাকে বাঁচাতে এলে তার উপরেই নাকি হামলা করে মানব। বৃন্দাবন ঘোষ জানাচ্ছেন, বেশ কিছুক্ষণ পরে তাঁরা উঠে দৌড়ে যান, সেখানে গিয়ে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়ে রয়েছেন যাদব। মারধরে হাতে আঘাত পেয়েছেন অনিমা ঘোষ। পরিবারের অভিযোগ, মানবের একাধিক নেশা ছিল। সে তাঁর ভাগের অধিকাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছিল, তা নিয়েই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল।
বৃন্দাবন ঘোষের অভিযোগ এর আগেও তাঁদের উপর বেশ কয়েকবার আক্রমণ করেছিল তাঁদের বড় ছেলে মানব ঘোষ। ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত মানব ঘোষ-কে আটক করে নানুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বোলপুর মহকুমা হাসপাতালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই উত্তরে ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণের জেলাগুলিতে কোথায় কেমন আবহাওয়া?