Hospital Chaos : বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তেজনা
Negligance in Treatment : নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মৃতের পরিবারের সদস্যদের ধস্তাধস্তি হয়। নিরাপত্তা রক্ষীদের সরিয়ে হাসপাতালের সুপারের ঘরে ঢুকে পড়েন মৃতের আত্মীয়রা।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : দুর্ঘটনার পর সন্ধে নাগাদ হাসপাতালে ভর্তি করা হলেও ভোর পর্যন্ত বিনা চিকিৎসায় পড়ে থেকে মৃত্যু ! চিকিৎসার গাফিলতিতে (Negligence in Treatment) রোগী মৃত্য়ুর অভিযোগ। আর তার জেরে উত্তেজনা ছড়াল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital)। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঠিক কী হয়েছে
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিরাপত্তা রক্ষীদের (Security Guards) সঙ্গে মৃতের পরিবারের সদস্যদের ধস্তাধস্তি হয়। নিরাপত্তা রক্ষীদের সরিয়ে হাসপাতালের সুপারের ঘরে ঢুকে পড়েন মৃতের আত্মীয়রা। মৃতের নাম জামিরুল শেখ।
পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধেয় ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কা লাগায়, গুরুতর জখম হন বছর আঠাশের বাইক আরোহী। অভিযোগ, বিনা চিকিৎসায় ফেলে রাখা হলে, আজ ভোরে ওই যুবকের মৃত্যু হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মৃতের আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের হয়েছে।
ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি
বেসরকারি নিরাপত্তারক্ষীরা কিছুতেই তাঁদের ভিতরে ঢুকতে দেবেন না। আর মৃত রোগীর আত্মীয়রা ভিতরে ঢুকবেন ! দু'পক্ষের মধ্যে চলে তুমুল বচসা, ধাক্কাধাক্কি। নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে সরিয়ে শেষ পর্যন্ত হাসপাতালে আধিকারিকের ঘরের সামনে পৌঁছে গেলেন রোগীর আত্মীয়রা। মৃত জামিরুল শেখের দাদা রাজা শেখের অভিযোগ, 'ওই পেশেন্টটাকে যদি একটু দেখত, নাক থেকে ব্লাড ঝরছিল, একটু দেখলে মনে হয় না পেশেন্ট মারা যেত। সন্ধে ৭টায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ৩টে ২০তে মারা গিয়েছে। ৩টে ২০ পর্যন্ত ব্লাড ঝরেছে। একটা ডাক্তার ছিল। আমরা বারবার গিয়েছি। সে কোনও অ্যাকশন নেয়নি।'
মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের বেডে দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় গুরুতর জখম জামিরুলকে। চিকিৎসার গাফিলতিতেই তাঁদের ঘরের ছেলেকে প্রাণ খোয়াতে হল বলে অভিযোগ করছেন তাঁরা। বিষয়টি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাপাতাল কর্তৃপক্ষ।
রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পলাশ দাস বলেছেন, 'আমার কাছে একটা অভিযোগ এসেছে। একটা কমিটি করে দেখব, সেটার কতটা সত্যতা আছে। যদি সত্যি আমাদের তরফে কোনও ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটির বিহিত ও বিধান করতে হবে।'এদিন হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সরিয়ে সুপারের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা।