Birbhum: দুবরাজপুরে রামনবমীর মিছিল, পাশাপাশি পা মেলাল তৃণমূল-বিজেপি
Ram Navami 2023: দুবরাজপুরে একই মিছিলে হাঁটতে দেখা গেল শাসক ও বিরোধী দলের নেতা, কর্মীদের।
ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: কলকাতায় বিজেপির (BJP) বিরুদ্ধে রাস্তায় বসে ধর্না করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী লোকসভা ভোটে বিজেপিকে টক্কর দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। বিভিন্ন বিষয়ে বারবার নিশানা করেছে পদ্মশিবিরকে। রামনবমী (Ram Navami) নিয়ে তৃণমূল (TMC) ও বিজেপি একে অপরকে বারবার নিশানাও করেছে। কিন্তু কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে বীরভূমে দেখা গেল অন্য ছবি।
বীরভূমের (Birbhum) দুবরাজপুরে রাম নবমীর মিছিলে একইসঙ্গে দেখা গেল তৃণমূল ও বিজেপিকে। অনুব্রতহীন বীরভূমে দেখা গেল দুই শিবিরকে একসঙ্গে রাম নবমী পালন করতে। দুবরাজপুরে একই মিছিলে হাঁটতে দেখা গেল শাসক ও বিরোধী দলের নেতা, কর্মীদের। এদিন মিছিলে যোগ দেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। ওই মিছিলেই ছিলেন তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে।
তবে দুই দলই জানিয়েছে, এটা রাজনীতি নয়। রাম নবমী উপলক্ষ্যে এই মিছিল আসলে সম্প্রীতির। এদিন বীরভূমেরই বোলপুরেও দেখা যায় একই ছবি। রাম নবমীর মিছিলে তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষের সঙ্গে পা মেলান বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ ঘোষ-সহ গেরুয়া শিবিরের নেতা, কর্মীরা।
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'আগে যারা রামনাম শুনে গালি দিত, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। সবাই রামনামে একত্রিত হবে।' বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'রামকে নিয়ে সংকীর্নতা চলে না। জয় শ্রীরাম ধ্বনিতে শক্তি পায়। সকলকেই স্বাগত।'
তৃণমূলের দাবি:
সারাক্ষণ চলছে দোষারোপের পালা। রাজ্য়ে এই রাজনৈতিক চিত্রট যখন প্রকট, তখন একেবারে বিপরীত ছবি বীরভূমে। দুবরাজপুরে একই মিছিলে হাঁটলেন শাসক ও বিরোধী দলের নেতা, কর্মীরা। একই ছবি দেখা গেল বোলপুরেও। এদিন সকালে, দুবরাজপুর বাজার এলাকায় রাম নবমী উপলক্ষে এক বর্ণাঢ্য় শোভাযাত্রা বের হয়। সেখানে যেমন অংশ নেন, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। তেমনই অংশ নেন তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার চেয়ারম্য়ান পীযূষ পাণ্ডে। দুবরাজ পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্য়ান পীযূষ পাণ্ডে বলেন, 'এটা বিজেপির অনুষ্ঠান না। দুবরাজপুরে বহুদিন ধরে এটা হয়ে আসছে। এতে রাজনীতির ব্য়াপার নেই।' অন্য়দিকে, বোলপুরে বিজেপির আমন্ত্রণে রাম নবমীর মিছিলে সামিল হন তৃণমূলের প্রতিনিধি। বোলপুর পুরসভার তৃণমূল নেত্রী ও চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, 'রাম তো বিজেপি-তৃণমূল সিপিএমের নয়, এটা রাম নবমী উপলক্ষ্য়ে বর্ণাঢ্য় সভাযাত্রা।'
আরও পড়ুন: সমবায়েও টাকা 'নয়ছয়', কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে