Abhishek Banerjee : 'কাল দেখলাম কেষ্টদা বলেছেন মা-কে বলে এসেছি...', ২৫০ আসনের টার্গেট বাঁধলেন অভিষেক
TMC News: রামপুরহাটের সভা থেকে বীরভূমে বিরোধী-শূন্য করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রামপুরহাট : ভোট-মুখী পশ্চিমবঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। একের পর এক সভা করে বিজেপিকে কার্যত তুলোধনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও তার অন্যথা হল না। রামপুরহাটের সভা থেকে বীরভূমে বিরোধী-শূন্য করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সঙ্গে সঙ্গে রাজ্যে আড়াইশো আসনের লক্ষ্যমাত্রাও স্থির করে দিলেন।
অভিষেক বলেন, "গত নির্বাচনে ১১টি আসনের মধ্যে বীরভূমের মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময়...যে অবদান রেখেছেন এই জেলার মানুষ...২০১১, ২০১৬, ২০২১...কার্যত অনস্বীকার্য। ২০২৬-এ চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার হবে। কিন্তু, এবার ১০ নয়, ১১-০ তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমে কত বুথ আছে ? ৩,৬০০। আজ কথা দিতে হবে, এই ৩,৬০০ বুথ থেকেই বাংলা-বিরোধীদের ভো-কাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। কালকে দেখলাম কেষ্টদা বলেছেন, মা-কে বলে এসেছি ২৩০টা আসন দিতে হবে। আমি তো আজকে ২০টা আরও বাড়িয়ে বলব। ২৫০ আসনে তৃণমূলকে জেতাতে হবে। নাহলে যে দল ৭০টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামীদিনে এরা বাংলার কী অবস্থা করবে খালি একবার ভেবে দেখুন। তাই এদের শুধু হারানো নয়, শূন্য করতে হবে।"
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে চেনা মেজাজে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে। তৃণমূল নেতার মুখে ফের শোনা গেছে "খেলা হবে" হুঙ্কার ! বোলপুরে ফুটবল দলের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, 'ভয়ঙ্কর খেলা হবে।' বিধানসভা ভোটের যখন আর বেশি দিন বাকি নেই, তখন যেন সেই চেনা মেজাজেই দেখা যায় অনুব্রত মণ্ডলকে। বোলপুরে 'বেঙ্গল সুপার লিগ' ফুটবল প্রতিযোগিতা শুরুর আগে ডাকবাংলো স্টেডিয়াম মাঠে ‘কোপা টাইগার্স বীরভূম' দলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বীরভূমের তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিং। সেখানেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কারামন্ত্রী। তার রেশ টেনে অনুব্রত মণ্ডলের গলায় শোনা যায় "খেলা হবে"। তিনি বলেন, "১০০ বার খেলাতে থাকবে (তৃণমূল)। ভয়ঙ্কর খেলা হবে। খেলা হবে এটুকুই বলব।" একসময় ভোট মানেই ছিল অনুব্রত মণ্ডলের গরমাগরম হুঁশিয়ারি ! আগেও তাঁর মুখে শোনা গিয়েছিল 'খেলা হবে'র মতো কথা। সামনে যখন আরও একটা বিধানসভা ভোট। তখন ফের অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে সেই 'খেলা হবে' স্লোগান।






















