(Source: Poll of Polls)
Anubrata Mandal: ''সাদা কাগজে বেডরেস্ট লিখে দিতে বলেছিলেন অনুব্রত'', বিস্ফোরক চিকিৎসক
Anubrata Mandal Update: গরু পাচারকাণ্ডে ১৯ মে, প্রথম ও শেষবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি। সোমবার সকাল ১১টা৪০ নাগাদ চিনারপার্কের ফ্ল্যাট থেকে বের হন অনুব্রত মণ্ডল!
আবির ইসলাম, বীরভূম: এবিপি আনন্দে বিস্ফোরক অনুব্রতর চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। ৪ জনের দলে ছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের (Bolpur Super Speciality Hospital) জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। বোলপুর স্পেশালিটি হাসপাতালে ভর্তি না নেওয়ার কথা বলেও অনুব্রত মণ্ডলকে আপাতত বেড রেস্টের পরামর্শ দেওয়া বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বিস্ফোরক অভিযোগ এবিপি আনন্দে।
কী বলছেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী?
অনুব্রতর চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলছেন, ''অনুব্রত মণ্ডল বলেছিলেন বেড রেস্ট লিখে দিতে। সরকারি হাসপাতালের কোনও প্রেসক্রিপশন পাঠানো হয়নি’
সাদা কাগজে আমি অ্যাডভাইজ লিখে দি। সুপারের নির্দেশে আমি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম অনুব্রত মণ্ডল হাসপাতালে আসুক চিকিৎসার জন্য।'' তিনি আরও বলেন, ''অনুব্রতর বাড়ি যেতে বাধ্য করেছিলেন হাসপাতালের সুপার। সুপার আমাকে নির্দেশ দেন অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে’
সাদা কাগজে লিখতে বলেছিলেন হাসপাতাল সুপার। আমার কাছে প্রেসক্রিপশনের কাগজ ছিল না। চাপ সৃষ্টি করা হয়েছিল আমার ওপর। সাধারণ মানুষের কাছে হেয় হয়ে গেলাম।''
হাজিরা কি দিতে পারবেন অনুব্রত মণ্ডল?
চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলেন, ''হাজিরা দিতে পারবেন অনুব্রত মণ্ডল। বেড রেস্ট কিছুটা নিলে ভাল কিন্তু সাপোর্ট দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া যায়। অনুব্রত জেলা সভাপতি, অবশ্যই প্রভাবশালী। তিনি বললে কী না লিখে থাকতে পারি। বীরভূমে থাকি, তাই না লিখে থাকতে পারিনি।''
গরু পাচারকাণ্ডে ১৯ মে, প্রথম ও শেষবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি। সোমবার সকাল ১১টা৪০ নাগাদ চিনারপার্কের ফ্ল্যাট থেকে বের হন অনুব্রত মণ্ডল! সাড়ে বারোটা নাগাদ SSKM হাসপাতালে পৌঁছন! অনুব্রত মণ্ডল পৌঁছনোর পর, SSKM-এর ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড তাঁর শারিরীক পরীক্ষা করে। মাথা ও ঘাড়ে যন্ত্রণা ও কাশির সমস্যা আছে দাবি করেন অনুব্রত মণ্ডল। প্রায় ১ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমের তরফে জানিয়ে দেওয়া হয়। ' এখন অনুব্রত মণ্ডলকে ভর্তি করার প্রয়োজন নেই। পুরনো যা সমস্যা রয়েছে, তার জন্য আগের ওষুধই চলবে। ' নতুন সমস্যা দেখা দিলে আউটডোরে এসে দেখাতে বলা হয়েছে। এরপর SSKM’ থেকে বেরিয়ে চিনার পার্কের ফ্ল্যাট হয়ে বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল। এরপর বুধবার আবার সিবিআইের তলব।
কাল সকাল ১১টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কী করবেন অনুব্রত মণ্ডল? হাজিরা দেবেন, নাকি ফের হাজিরা এড়াবেন? আজ দিল্লি থেকে কলকাতায় এসেছেন CBI’এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর।
বুধবার কী করবে CBI? ই-মেল করার পাশাপাশি। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ, বোলপুরের বাড়ি গিয়ে হাতে হাতে নোটিস দিয়ে আসে CBI সূত্রের দাবি, অসুস্থতার কথা বলে তিনি ই-মেল দেখেননি এ’কথা যেন বলতে না পারেন, তার জন্যই বোলপুরের বাড়িতে গিয়ে হাতে হাতে নোটিস দিয়ে আসা হয়।