Anubrata Mandal: হাজিরা দিতে বললেই 'অসুস্থ'! পুলিশি তলব এড়াতে অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট ঘিরে এবার বিতর্ক
Anubrata Mandal Health Certificate Controversy: পার্টি অফিসে যাচ্ছেন, হাজিরা দিতে বললেই 'অসুস্থ' অনুব্রত ?

বীরভূম: IC-কে কদর্য কথার পরও বহাল তবিয়তে অনুব্রত। পুলিশের নোটিসে দু-বার গরহাজির অনুব্রত। 'অসুস্থ তিনি। শয্যাশায়ী রয়েছেন।' দাবি আইনজীবীদের। এবার পুলিশি তলব এড়াতে অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন, 'যিনি দাঁড়ালেই দিদি ভয় পান..' ! রাজ্যে এসেই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ
পুলিশি তলব এড়াতে অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট ঘিরে এবার বিতর্ক
পার্টি অফিসে যাচ্ছেন, হাজিরা দিতে বললেই 'অসুস্থ' অনুব্রত! তাঁকে ৫দিনের বেড রেস্টের পরামর্শ দিয়ে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হল অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটের। সূত্র মারফৎ খবর,অনুব্রতর-সার্টিফিকেটে রয়েছে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চিকিৎসকের সই। মূলত, রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার তথা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ভিজিটিং প্রফেসর হলেন হিটলার চৌধুরী। অনুব্রতকে বেড রেস্টের পরামর্শ দেওয়া সার্টিফিকিটেও রয়েছে হিটলার চৌধুরীর সই। মলয় পিট বলেন, আমি বাইরে আছি, কী হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে। তাহলে কী প্রভাব খাটিয়েই অনুব্রত মেডিক্যাল সার্টিফিকেট ? উঠছে প্রশ্ন। অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে প্রতিক্রিয়া মেলেনি চিকিৎসক হিটলার চৌধুরীর।
তলব পড়লেই অসুস্থ বারবার
সময়টা বেশি দূরের নয়। গরুপাচার মামলায় তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এসেছেন। মামলায় তলব পড়তেই অসুস্থ হতে দেখা যেত তাঁকে। যদিও এমন দৃশ্য শুধু তাঁর একার ক্ষেত্রেই দেখা যায়নি। তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। অসুস্থ হলেই তখন প্রথম গন্তব্যই ছিল এসএসকেএম উডবার্ণ বিভাগ। যদিও গ্রেফতারির ঠিক আগে এনিয়ে আদালত নিয়মে কিছু বদল এনেছিল। তলব এড়িয়ে কোনওমতেই সরাসরি সরকারি হাসপাতালে যাওয়া নয়, আগে ইনফর্ম করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। দেখতে দেখতে বছর বেরিয়েছে। তিহাড় ফেরৎ অনুব্রত আজও 'অসুস্থ' ! অপরজন এখনও জেলের ঘানি টানছেন ।
অনুব্রত মণ্ডলের হুমকি অডিও সামনে আসতেই তৎপর CBI
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের হুমকি অডিও সামনে আসতেই তৎপর CBI। সূত্র মারফৎ খবর, গরু পাচার মামলা চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছে CBI।বীরভূমের সাক্ষীদের প্রতি বিশেষ নজর দিয়েছেন তদন্তকারীরা। সাক্ষীদের হুমকি দিতে পারেন খোদ অনুব্রতর অনুগামীরাই, আশঙ্কা তদন্তকারীদের ।সাক্ষীদের সবাইকে ফোন করেন CBI তদন্তকারীদের দল। অনুব্রত বা তাঁর অনুগামীরা হুমকি দিচ্ছে কিনা, এবিষয়ও জানতে চায় CBI।হুমকির ফোন পেলে সঙ্গে সঙ্গে সিবিআইকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।























