Birbhum News:হোটেলের রুমের দরজা ভাঙতেই ঝুলন্ত জোড়া দেহ উদ্ধার, কী হয়েছিল যুবক-যুবতীর?
Nalhati Double Body Recovery:যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে হইচই বীরভূমের নলহাটিতে। একটি হোটেলের ঘর থেকে দু'জনের দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
![Birbhum News:হোটেলের রুমের দরজা ভাঙতেই ঝুলন্ত জোড়া দেহ উদ্ধার, কী হয়েছিল যুবক-যুবতীর? Birbhum Body Recovery Man Woman Hanging Body Found From Nalhati Birbhum News:হোটেলের রুমের দরজা ভাঙতেই ঝুলন্ত জোড়া দেহ উদ্ধার, কী হয়েছিল যুবক-যুবতীর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/21/fa9c84e77ed0d8b516a844df0922880f1713682678343482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে হইচই বীরভূমের নলহাটিতে (Birbhum Double Body Recovery)। একটি হোটেলের ঘর থেকে দু'জনের দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত যুবকের নাম শুভজিৎ রবিদাস, যুবতীর নাম ডলি রবিদাস।
কী ঘটল?
শনিবার রাতে, নলহাটির ১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হোটেলের দরজার তালা ভেঙে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুভজিতের বাড়ি বীরভূমের পাইকর থানার নন্দীগ্রামে। আর ডলির বাড়ি মুরারই থানার সদাইপুর গ্রামে। হোটেল সূত্রে খবর, গত ১৯ এপ্রিল ওই যুবক ও যুবতী বিয়ে সেরে এসে হোটেলে রুম ভাড়া নেন। গত কাল, শুক্রবার, সারাদিন তাঁরা হোটেলের রুম থেকে বেরোননি। পরে পুলিশে খবর দিলে রাত এগারোটা নাগাদ, নলহাটি থানার পুলিশ এসে তালা ভেঙে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের পরিবারের দাবি, গত ১৮ এপ্রিল বিয়েবাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন শুভজিৎ রবিদাস। আর ফেরেননি। গত কাল রাতে নলহাটি থানার পুলিশের থেকে তাঁরা দেহ উদ্ধার হওয়ার খবর পান। আপাতত, নলহাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে, গত নভেম্বরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার তীব্র আলোড়ন তৈরি করেছিল।
গড়বেতায় যা ঘটে...
গড়বেতার সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পারে, মৃত দুজন জয়পুর থানার বৈতাল এবং কোতুলপুর থানার বাসিন্দা। ঘটনার দিন সকালে, আমশোলের জঙ্গলে হঠাৎই তাঁদের দুজনকে একসঙ্গে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে। কিন্তু কেন এমন ঘটল? আত্মহত্যা নাকি খুন নাকি অন্য কিছু? খবরটি প্রকাশ্য়ে আসতেই প্রশ্ন দেখা দেয় নানা মহলে। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একসঙ্গে জোড়া দেহ উদ্ধারের সেই ঘটনা আলোড়ন ফেলেছিল এলাকাবাসীর মধ্যে। তদন্ত শুরু করে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)