Birbhum: শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ
Birbhum News: রাজ্যজুড়ে নারী নির্যাতন ও শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ।
আবির ইসলাম, বীরভূম: একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছে রাজ্যজুড়ে। বিক্ষোভ ও প্রতিবাদে (agitation) তোলপাড় রাজ্য়-রাজনীতি। একাধিকবার প্রতিবাদে সামিল হয়েছে সিপিএম (CPM)। এবারেও রাজ্যজুড়ে নারী নির্যাতন ও শান্তিনিকেতনে (Shantiniketan) নাবালিকাকে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ দেখা গেল।
ধর্ষণের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ
শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ। শনিবার শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেতা ও কর্মীরা। শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বামেরা। পাশাপাশি, এদিন নির্যাতিতার গ্রামে যাওয়ার কথা রয়েছে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদলের।
আরও পড়ুন: Hanskhali Case : সৎকার নিয়ে উঠছে প্রশ্ন, আজ সিবিআই দফতরে হাঁসখালির নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদা
শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ
হাঁসখালি থেকে দেগঙ্গা, পিংলা থেকে ইংরেজবাজার, কখনও ধর্ষণের অভিযোগ, কখনও বা ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে গতকাল। এবারের ঘটনা শান্তিনিকেতনে। শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল। অভিযোগ, সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপরেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এদিন পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেয়। খবর পেয়েই বীরভূমের পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিষ পণ্ডিত যান নির্যাতিতার গ্রামে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ২ দিন আগেই বোলপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে।
অন্যদিকে হাঁসখালিকাণ্ডে (Hanskhali) এবার সিবিআই (CBI) দফতরে ডাকা হল নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দফায় দফায় নাবালিকার মা, বাবাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর শনিবার ফের নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। সূত্রের খবর, হাঁসখালিকাণ্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।