Birbhum News: সিউড়ির অনুষ্ঠানে খিচুড়ি খাওয়ার পর মৃত ৩, অসুস্থ আরও ১৪
Birbhum Food Poison Death: সিউড়ির রাজনগরে বাসি খিচুড়ি খেয়ে মৃত্যু ৩ জনের, অসুস্থ ১৪, দাবি গ্রামবাসীদের।
![Birbhum News: সিউড়ির অনুষ্ঠানে খিচুড়ি খাওয়ার পর মৃত ৩, অসুস্থ আরও ১৪ Birbhum Food Poison Death: 3 people died after eating food at Siuri Birbhum News: সিউড়ির অনুষ্ঠানে খিচুড়ি খাওয়ার পর মৃত ৩, অসুস্থ আরও ১৪](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/5b61af1685eecfd8f82ab1f0bbcb61b31698862199274484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বীরভূম: সিউড়ির রাজনগরে অনুষ্ঠানে খিচুড়ি খাওয়ার পর মৃত্যু ৩ জনের। অসুস্থ আরও ১৪ জন, ভর্তি সিউড়ি হাসপাতালে (Hospital)। বাসি খিচুড়ি খেয়ে মৃত্যু ৩ জনের, অসুস্থ ১৪, দাবি গ্রামবাসীদের। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ বিজেপির (BJP)। 'পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অসুস্থদের চিকিৎসা চলছে', জানালেন বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক।
খাবার খেয়ে মৃত্যু ভিন রাজ্যেও
শুধু এরাজ্যেই নয়, দেশের একাধিক জায়গায় খাবার খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। গতবছর, কেরলে একটি খাবারের দোকানে রোল বিক্রি হচ্ছিল। সেখানেই কারিভাল্লোররের বাসিন্দা দেবানন্দও রোল খান। এরপরই অসুস্থ হয়ে যান ওই কিশোরী। তারপর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
বিরিয়ানি খেয়ে মৃত্যু
পাশাপাশি বিরিয়ানি খেয়ে বিষক্রিয়ার আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল কেরলে। হোটেলের খাবার খেয়ে পর পর মৃত্যু হয়েছিল দুই নাগরিকের। স্থানীয় হোটেল থেকে ‘কুড়িমান্দি’ (মলয়ালিতে বিরিয়ানি)অর্ডার করে খেয়েছিলেন ওই তরুণী।পুলিশ জানিয়েছিল, কাসারাগড়ের পেরুমবালা এলাকার বাসিন্দা তিনি। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শেষ মেশ মারা গিয়েছেন ওই তরুণী। অনলাইন অর্ডার করা বিরিয়ানি খেয়ে বিষক্রিয়ার ফলেই মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
রাজ্যে মিড ডে মিল নিয়েও ভুরি ভুরি অভিযোগ
প্রসঙ্গত, রাজ্যের বুকে মিড ডে মিল নিয়েও কম অভিযোগ নেই। বছরের শুরু থেকেই রাজ্যে মিড ডে মিল নিয়ে সামনে এসেছিল একাধিক অভিযোগ। কোথাও মিড ডে মিলের মধ্য়ে মিলেছিল সাপ। কোথাও ড্রামে পাওয়া গিয়েছিল মরা ইঁদুর। কোথাও খিচুড়ির মধ্য়ে টিকটিকি মেলার অভিযোগ। আর ঠিক এই প্রেক্ষাপটেই মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ২৯ জানুয়ারি রাজ্য়ে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল।
আরও পড়ুন, 'স্বাস্থ্য সাথীর অজুহাতে কোথাও রেফার নয়', কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
মিড ডে মিলের মধ্য়ে মিলেছিল সাপ- মরা ইঁদুর-টিকটিকি
মিড মিলের সুবিধা কারা পাচ্ছে ? রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে ? যে টাকা স্কুলগুলিতে বরাদ্দ হচ্ছে, তা কতটা কার্যকরী হচ্ছে ? মিড ডে মিলের পরিকাঠামো কেমন ? রান্নাঘরের কী অবস্থা ? ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না ? খাবার পরীক্ষা হয় কিনা ?চলতি বছরে মিড ডে মিল প্রকল্পের (Midday Meal Project) হাল হকিকত খতিয়ে দেখতে ৮ দিনে ৮ জেলায় ঘুরে দেখেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা (Central Team)। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের আধিকারিকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)