Birbhum News: জমি দখলের চেষ্টার অভিযোগ, TMC কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের
Bolpur News: স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে পার্টি আফিসে আশ্রয় নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা।
ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, বোলপুর: খোদ তৃণমূল কাউন্সিলরের (Trinamool Councillor) বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজারে কাউন্সিলরকে তাড়া করে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলরের দাবি, জল প্রকল্পের জন্য জমি ঘিরছে পুরসভা। পুরসভার নামে ভিত্তিহীন দাবি, প্রতিক্রিয়া চেয়ারপার্সনের।
জমি দখলের চেষ্টার অভিযোগ: স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে পার্টি আফিসে আশ্রয় নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা। খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজারে উত্তেজনা। বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, এলাকার এই খাস জমিতে দীর্ঘদিন ধরে খেলাধুলো করে কচিকাঁচারা। অভিযোগ, এই জমি দখলের চেষ্টা শুরু করেছেন এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস সরকার।
শুক্রবার ২১ জুলাইয়ের সভায় যাওয়ায় বাড়িতে ছিলেন না এলাকার বাসিন্দাদের অনেকে। অভিযোগ, সেই সুযোগে বিকেলে জমিতে বেড়া দেওয়ার জন্য দলবল নিয়ে আসেন কাউন্সিলর। বাধা দেন এলাকার বাসিন্দারা। শুরু হয় বচসা। বাদানুবাদের মধ্যে উত্তেজনা বাড়লে, কাউন্সিলরকে তাড়া করেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা। প্রাণ বাঁচাতে কাউন্সিলর পার্টি অফিসে আশ্রয় নেওয়ায়, সেখানে তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
বেশ কিছুক্ষণ পরে বোলপুর থানার পুলিশ এসে তৃণমূল কাউন্সিলরকে উদ্ধার করে। জমি দখলের অভিযোগ অস্বীকার করে, কাউন্সিলরের দাবি, জল প্রকল্পের জন্য জমি ঘিরছে পুরসভা। কিন্তু সাধারণ মানুষের জন্য জল প্রকল্প হলে, এভাবে জোর করে কেন জমি ঘেরা হবে? প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভার কোর্টে বল ঠেললেও জল প্রকল্পের নামে সরকারি জমি দখল করে প্লট হিসেবে বিক্রির পরিকল্পনা করেছেন তৃণমূল কাউন্সিলর। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে।
এদিকে হাওড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর দুষকৃতীদের হামলা। আক্রান্ত ৬৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবকিশোর পাঠক। গতকাল গভীর রাতে লিলুয়া উড়ালপুল থেকে নামার পর এই ঘটনা ঘটে। জন্মদিনের অনুষ্ঠান সেরে সপরিবারে বাড়ি ফিরছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবকিশোর পাঠক। অভিযোগ, মাঝরাস্তায় গাড়ি আটকে কোথায় গিয়েছিলেন জানতে চায় ৪-৫ জন দুষকৃতী। জবাব না দেওয়ায় তৃণমূল নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও পিস্তল উঁচিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সম্পর্কে কাকা-ভাইপো, দুই কুখ্যাত দুষকৃতী হরি তিওয়ারি ও ছোটু তিওয়ারিই হামলা চালিয়েছে, দাবি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Kolkata Weather:মেঘলা আকাশ, সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি, কেমন কাটবে কলকাতার দিন?