Panchayat Poll 2023 : এবার মাড়গ্রামে ২ ড্রামভর্তি বোমা উদ্ধার, জোটপ্রার্থী-সহ গ্রেফতার ৫
Arrest : বোমা বাঁধার সময় হাতেনাতে ধরে ৫ জনকে গ্রেফতার করা হয়
মাড়গ্রাম : পঞ্চায়েত ভোট (Panchayat Vote) আর হিংসা-বোমা-গুলি, এসব যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। ভোটের আগে ফের বীরভূম (Birbhum) থেকে বোমা উদ্ধার করা হল। এবার মাড়গ্রাম থানার (Margram PS) বাহিরগোড়া গ্রামে ২টি প্লাস্টিকের ড্রামভর্তি বোমা উদ্ধার (Bomb) করা হয়। বোমা বাঁধার সময় হাতেনাতে ধরে ৫ জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা। ধৃত পাঁচ জনের মধ্যে একজন হাসন ২ নং গ্রাম পঞ্চায়েতের বাম ও কংগ্রেস জোটের প্রার্থী।
দিনকয়েক আগে স্কুলের কাছ থেকে বোমা উদ্ধার হয়। শান্তিনিকেতনের (Shantiniketan) রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রাম থেকে মেলে ৬১টি বোমা। লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ৩০০-৪০০ মিটার দূরে মাঠের মধ্যে দুটি প্লাস্টিকের জারে বোমা দেখতে পান স্থানীয়রা।
মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে বোমা। কোথাও প্লাস্টিকের জারে বোমা ভর্তি করে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছে। স্থানীয়রা দাবি জানান, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধ ঘণ্টারও বেশি সময় নেয়। পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়।
গত শুক্রবার, লালমাটির জেলার আমোদপুর গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার করে পুলিশ। বোমা মজুতের অভিযোগে ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সাঁইথিয়া থানা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মেলে ৬১টি তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, এই এলাকা থেকে ৫০০ মিটার দূরে ২১টি বোমা উদ্ধার করে পুলিশ। ভোররাতে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও ৩০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। প্রায় প্রতিদিনই বীরভূমে বোমা মেলায়, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।
৮ জুলাই হতে চলেছে গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধ (Panchayat Poll 2023)। তার আগে, পঞ্চায়েত ভোট ঘিরে তেতে উঠেছে বাংলা। বোমাবাজি, সংঘর্ষ, রক্তপাত থেকে খুনোখুনি। বাদ যায়নি কিছুই। এখন যেভাবে জেলায় জেলায় বোমা উদ্ধার হচ্ছে, তাতে গণতন্ত্রের উৎসব আদৌ শান্তিপূর্ণ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন ; জেলাজুড়ে যেন বোমার পাহাড়, গ্রামে হানা দিতেই ১৪টি বোমা উদ্ধার