Birbhum News: শেয়ালের আতঙ্কে তটস্থ বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রাম
Fox Fear in Birbhum: গত প্রায় দু বছর ধরে বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রামের ডাঙ্গাপাড়ায় একটি শেয়াল চলে আসে। ক্রমে সে লোকালয়ের মধ্যেই থাকতে শুরু করে।
পরিতোষ দাস, বীরভূম: শেয়ালের (Fox) আতঙ্কে দিন কাটাচ্ছেন বীরভূমের (Birbhum) লাভপুরের ইন্দাস গ্রামের বাসিন্দারা। জঙ্গল থেকে লোকালয়ে থাকতে শুরু করে একটি শেয়াল। ক্রমে সে গৃহপালিত হয়ে পড়ে। কিন্তু আচমকাই ফের গ্রামের হাস, মুরগি মারতে শুরু করায় শেয়ালটিকে গ্রাম থেকে তাড়াতে চান বাসিন্দারা। আর তাতেই মানুষের উপর আক্রমণ করে বসে সে। ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বন দফতরের সঙ্গে।
শেয়ালের আক্রমণ-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দু বছর ধরে বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রামের ডাঙ্গাপাড়ায় একটি শেয়াল চলে আসে। ক্রমে সে লোকালয়ের মধ্যেই থাকতে শুরু করে। পাড়ার লোকেদের দেওয়া খাবার খেলে শেয়ালটি ক্রমশ গৃহপালিতও হয়ে পড়ে। কিন্তু গোলমাল বাধে গত কয়েকদিন ধরে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত কিছুদিন ধরে শেয়ালটি গ্রামে হাস, মুরগি, ছাগল ছানা মারতে শুরু করেছে। তারপরই গ্রামবাসীদের পক্ষ থেকে শেয়ালটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। উল্টে মানুষের তাড়া খেয়ে সে বেশ কিছু মানুষের উপর আক্রমণ করে। জানা গিয়েছে, গ্রামের প্রায় ৬ জনকে এখনও পর্যন্ত আক্রমণ করেছে শেয়ালটি।
আরও পড়ুন - Birbhum News: বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল খুনের ঘটনার গ্রেফতার আরও এক
ঘটনার পর গ্রামবাসীদের পক্ষ থেকে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যাচ্ছে, আজ সাঁইথিয়া রেঞ্জের বন দফতরের কর্মীরা খাঁচা পেতে শেয়ালটিকে ধরার চেষ্টা করে। কিন্তু তাতে তাঁরা ব্যর্থ হন। বন দফতরের কর্মীরা ফিরে যাওয়ার আগে জানান যে, খাঁচা পেতে শেয়ালটিকে ধরা সম্ভব নয়। তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানিয়েছেন। এবার উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তীকালের নির্দেশ অনুযায়ী ফের শেয়ালটিকে ধরার চেষ্টা করা হবে। কিন্তু এতে আতঙ্ক কমছে না গ্রামবাসীদের। তাঁদের বক্তব্য, অবিলম্বে যেন বন দফতর পক্ষ থেকে শেয়ালটিকে ধরে নিয়ে যাওয়া হয়।